২০০৭ সালেই প্রথমবার টি-২০ বিশ্বকাপের আসর বসে। সেমি-ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি জিততেই হত ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে বড় রানের পথেই এগোচ্ছিল ভারত। ১৮ ওভারের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭১। ক্রিজে ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ও যুবরাজ সিংহ। সেই ওভারে অ্যান্ড্রু ফ্লিনটফের বলে দু’টি বাউন্ডারি মারেন যুবরাজ। ওভারের শেষে তাঁর সঙ্গে বিবাদে জড়ান ফ্লিনটফ। সেটাই যুবরাজকে উদ্দীপ্ত করে তোলে। ১৯-তম ওভারে বল করতে আসেন ব্রড। তাঁর ৬টি বলই সীমানার বাইরে গিয়ে পড়ে।
সেই ম্যাচে ১২ বলে অর্ধশতরান করেন যুবরাজ। এটি এখনও পর্যন্ত টি-২০ ফর্ম্যাটে দ্রুততম অর্ধশতরান। সেদিন ১৬ বলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন যুবরাজ। ভারতীয় দল ৪ উইকেটে ২১৮ রান করে। জবাবে ৬ উইকেটে ২০০ রানেই থেমে যায় ইংল্যান্ড। ১৮ রানে ম্যাচ জেতে ভারত।