গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে আগেই কটাক্ষ করেছে বিরোধীরা।কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, অমিত শাহ সিবিআইয়ের দায়িত্বে। তাই মোদি তাঁর কাছে রেফার করেছেন। অসম নিয়ে কথা হয়েছে, বাংলায় এনআরসি নিয়ে কিছু বলেননি অমিত শাহ, বৈঠকের পর জানালেন মমতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2019 01:26 PM (IST)
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর।
নয়াদিল্লি: নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক হল। বৈঠকের পর সংবাদমাধ্যমের সামনে মমতা বলেছেন, ‘এই প্রথম অমিত শাহের সঙ্গে বৈঠক হল।খুব কমই দিল্লিতে আসি।কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা।রাজ্যের সঙ্গে একাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।সেই বিষয়ে আলোচনা হয়েছে।অসমে নাগরিকপঞ্জিতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে।তাঁদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী, গোর্খারাও আছে।তাঁদের ফের সুযোগ দেওয়া উচিত।এনআরসি নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় এনআরসি নিয়ে অমিত শাহ কিছু বলেননি।বাংলায় এনআরসি-র প্রয়োজন নেই।বিহারে নীতীশ কুমারও বলেছেন এনআরসি-র প্রয়োজন নেই। অমিত শাহ বলেছেন অসমের এনআরসি-র বিষয়টি দেখবেন।পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ড নিয়ে লাইন।ভয় থেকেই লাইনে দাঁড়াচ্ছেন মানুষ।অমিত শাহ মন দিয়ে শুনেছেন।নিশ্চয় অমিত শাহ ইতিবাচক কিছু করবেন।দেউচা-পাচামি প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী এলে খুশি হব।পুনর্বাসনের সব ব্যবস্থা করা হয়েছে।রাজ্যের নাম বদল কাল প্রধানমন্ত্রীকে জানিয়েছি।’ রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য এই সাক্ষাৎকে আনুষ্ঠানিক এবং সৌজন্যমূলক বলে দাবি করা হয়েছে।