নয়াদিল্লি: আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর ইন্ডিয়া ওপেনে শরথ কমলের দৌড় থামিয়ে দিল জাপানের ১৩ বছর বয়সি তোমাকাজু হারিমোতো। এই কিশোরের অসাধারণ পারফরম্যান্সের ফলে সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হল ৩৪ বছর বয়সি শরথ কমলকে। জাপানের উঠতি তারকার পক্ষে খেলার ফল ১১-৭, ৫-১১, ১১-৭, ১১-১৩, ১১-৯, ১১-৯।
এই ম্যাচের আগে পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছিলেন ভারতের অন্যতম সেরা পুরুষ টেবল টেনিস খেলোয়াড় শরথ কমল। এই প্রথম তিনি আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুরের শেষ চারে পৌঁছন। তবে তোমাকাজু অসাধারণ গতি ও ক্ষিপ্রতা দেখিয়ে শরথ কমলকে পর্যুদস্ত করলেন।
জাপানের ১৩ বছর বয়সি খেলোয়াড়ের কাছে হার শরথ কমলের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2017 12:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -