নয়াদিল্লি: আধুনিক ক্রিকেটে ম্যান অব দি ম্যাচের পুরস্কার হিসাবে চেক বা ট্রফি দেওয়াটাই দস্তুর। কিন্তু কখনও শুনেছেন কি ম্য়াচের সেরা ক্রিকেটারের হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়েছে আড়াই কেজি ওজনের গোটা একটা মাছ? ঠিকই শুনছেন। এমনটাই সম্প্রতি হয়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়। সেখানকার টেকিপোরার স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অব দি ম্যাচের খেতাব হিসাবে আড়াই কেজির একটি মাছ তুলে দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই সোস্যাল মিডিয়ায় শোরগোল ছড়িয়েছে। নিজের ট্যুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট করেছেন ফিরদৌস হাসান নামে জনৈক স্থানীয় সাংবাদিক। তারপরই ট্যুইটারে নানা সরস মন্তব্য পোস্ট করেন নানাজনে। কেউ কেউ হতবাক হলেও অনেকে আবার ক্রিকেটারদের পক্ষে এটা উপযোগী পুরস্কার বলেও মত দেন।


স্থানীয় আরেক সাংবাদিক ফিরদৌসকে প্রশ্ন করলে তিনি জানান, স্থানীয় ক্রিকেট লিগকে জনপ্রিয় করার কৌশল এটা। এও জানান, ক্রিকেট মাঠের বেহাল দশা তুলে ধরাও উদ্দেশ্য আয়োজকদের। পরিস্থিতি এতটাই খারাপ যে, ক্রিকেটারদেরই নিজেদের পকেটের পয়সা খরচ করে মাঠটাকে খেলার উপযোগী করতে হয়েছে। ফিরদৌস ট্যুইট করেছেন, ওরা বলেছে, লিগটা জনপ্রিয় করতে, মাঠের বেহাল অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করতেই মাছ পুরস্কার দেওয়ার ভাবনা।
তবে ক্রিকেটে ম্যান অব দি ম্যাচকে একটু খাপছাড়া দেখাতে পারেন, এমন পুরস্কার দেওয়ার কিছু নজির আছে। যেমন, জশপ্রীত বুমরা ২০১৭য় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ম্য়ান অব দি ম্যাচের পুরস্কার পেয়েছিলেন একটি মিনি ট্রাক। ঢাকায় প্রিমিয়ার লিগ ম্যাচে ভাল পারফরম্যান্সের জন্য ব্লেন্ডার উপহার পেয়েছিলেন ইংল্য়ান্ডের এক টি-২০ ক্রিকেটার। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ২০১৩-য় ম্যান অব দি ম্যাচের পুরস্কার হিসাবে পান রাইস কুকার। নিউজিল্যান্ডের অ্যান্টন ডেভরিচ একবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ সেরার পুরস্কার পান সানসাইন স্ন্যাকস।