দুবাই: আজ মরুশহরে এবারের আইপিএল-এর তৃতীয় ম্যাচে লড়াইয়ে পরস্পরের বিরুদ্ধে অবতীর্ণ হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। দক্ষিণ ভারতের এই দুই দল আজ প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহিতে একে অপরের মুখোমুখি হচ্ছে। ভারতের মাটিতে গত মরসুমের আইপিএল-এ দু’দলের শেষ সাক্ষাৎকারে জয় পেয়েছিলেন বিরাটরা। আজ সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে দু’দলের লড়াই আকর্ষণীয় হবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএল-এ এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে না পারলেও, এই প্রতিযোগিতার অন্যতম জনপ্রিয় দল আরসিবি। অন্যদিকে, ২০১৬ মরসুমে এসআরএইচ প্রথমবার চ্যাম্পিয়ন হয় ফাইনালে আরসিবি-কে হারিয়ে। এবারও ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের দল যথেষ্ট শক্তিশালী। বিরাটের দলও হেলাফেলা করার মতো নয়। অধরা ট্রফি এবার পেতে মরিয়া বিরাট।
আজ আরসিবি-এসআরএইচের লড়াইয়ে সেরা আকর্ষণ অবশ্যই দু’দলের অধিনায়ক। করোনা সংক্রমণের কারণে গত কয়েকমাস মাঠের বাইরে থাকতে হলেও, নিজেকে ফিট রেখেছেন বিরাট। তিনি যে ছন্দেই আছেন, সেটা অনুশীলনে বুঝিয়ে দিয়েছেন। তাঁর মতে, ২০১৬ মরসুমের আইপিএল-এর পর থেকে এখনও পর্যন্ত সবচেয়ে ভারসাম্য রয়েছে এবারের দলেই। তাই ভাল পারফরম্যান্সের আশায় বিরাট। তাঁর দল একবারও চ্যাম্পিয়ন হয়নি ঠিকই, কিন্তু বিরাট আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি এখনও পর্যন্ত ৫,৪১২ রান করেছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবার দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
এসআরএইচের অধিনায়ক ওয়ার্নারও আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। গত মরসুমে তিনি একটি শতরান ও ৮টি অর্ধশতরান সহ ৬৯২ রান করেন। ফের এসআরএইচের অধিনায়ক হওয়ার পর দলকে সেরা ছন্দে রাখাই তাঁর লক্ষ্য।
বিরাট ছাড়াও আরসিবি-র অন্যতম ভরসা এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান বরাবরই আরসিবি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা আরসিবি সমর্থকদের।
এসআরএইচের বোলিং বিভাগের স্তম্ভ ভুবনেশ্বর কুমার। এই ডানহাতি পেসার এখনও পর্যন্ত আইপিএল-এ ১৩৩টি উইকেট নিয়েছেন। আঁটোসাঁটো বোলিং করার জন্য তিনি বিখ্যাত। সেই কারণে শেষের ওভারগুলিতে বোলিং করার জন্য তাঁর উপরেই ভরসা করে দল।
আরসিবি-র বোলিং বিভাগের অন্যতম ভরসা লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহল। দুবাইয়ের পিচে স্পিনাররা কিছুটা সুবিধা পাচ্ছেন। তাই বিরাটের তুরুপের তাস হয়ে উঠতে পারেন চাহল।
IPL 2020 UAE, SRH vs RCB Match Preview: আইপিএল-এ আজ লড়াই আরসিবি-এসআরএইচের, ওয়ার্নারকে টেক্কা দিতে মরিয়া বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2020 06:00 PM (IST)
দুবাইয়ে এই প্রথম পরস্পরের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি-এসআরএইচ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -