আইপিএলের ম্যাচে ঋসভ ও সঞ্জুর ব্যাটে টি-২০ ক্রিকেটে ছক্কার রেকর্ড দিল্লি ডেয়ারডেভিলসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2017 11:54 AM (IST)
1
এর আগে টি-২০ ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে কোনও দল ২০ টি ওভারবাউন্ডারি মারতে পারেনি। এর আগে ১৯ টি ছক্কা মারার রেকর্ড ছিল।
2
টি-২০ ক্রিকেটের ইতিহাস রান তাড় করতে নেমে ২০ টি ছক্কা মারার রেকর্ড গড়ল দিল্লি।
3
এই জয়ের মাধ্যমে দিল্লি টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল।
4
দিল্লির জয়ের কারিগর ঋসভ ও সঞ্জু। তাঁদের জুটিতে ৬৩ বলে ১৪৪ রান দিল্লির জয়ের পথ সুগম করে দেয়।
5
দুই তরুণ ব্যাটসম্যান ঋসভ পন্ত (৯৭) এবং সঞ্জি স্যামসন (৬১)-এর বিধ্বংসী ইনিংসে ভর করে দিল্লি ডেয়ারডেভিলস গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করতে নেমে সাত উইকেটে জয়ী হয়েছে। ফটো সৌজন্যে-আইপিএল (বিসিসিআই)।