মুম্বই: দেশের ক্রিকেটপ্রমীদের জন্য নতুন বছরে একাধিক চমক থাকতে চলেছে। ২০২৪ সালটা দারুণ কেটেছে খেলার জগতে। প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের, নীরজ চোপড়াদের সাফল্য ছাড়াও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর বছর শেষে দাবায় ডি গুকেশের বিশ্বজয়ের কাহিনি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। ২০২৫ সালেও একাধিক হাইভোল্টেজ টুর্নামেন্ট রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সারা বছরের ক্রীড়াসূচি---


২৮ ডিসেম্বর ২০২৪-১ ফেব্রুয়ারি, ২০২৫ - পুরুষ হকি ইন্ডিয়া লিগ


১২ জানুয়ারি-২৬ জানুয়ারি- মহিলা হকি ইন্ডিয়া লিগ


১৩ জানুয়ারি-১৯ জানুয়ারি- খো খো বিশ্বকাপ (ভারতেই বসবে টুর্নামেন্টের আসর)


১৪ জানুয়ারি-১৯ জানুয়ারি- ব্যাডমিন্টন ইন্ডিয়া ওপেন


৭ ফেব্রুয়ারি-১৪ ফেব্রুয়ার- এশিয়ান উইন্টার গেবস ২০২৫


১৫ ফেব্রুয়ারি-২৯ জুন- মহিলাদের হকি প্রো লিগ 


২৫ ফেব্রুয়ারি-২২ জুন- পুরুষদের হকি প্রো লিগ


১ মার্চ-১২ মার্চ- হকি ইন্ডিয়া সিনিয়র উইমেন্স ন্য়াশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫


১১ মার্চ-১৬ মার্চ- অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ


১৪ মার্চ- ৭ ডিসেম্বর- ২০২৫ FIA ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়নশিপ


৪ এপ্রিল-১৫ এপ্রিল- হকি ইন্ডিয়া সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ


৭ এপ্রিল-১৩ এপ্রিল- ২০২৫ গলফ মাস্টার্স টুর্নামেন্ট


১৯ এপ্রিল-৫ মে- বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ


২৭ এপ্রিল- লন্ডন ম্য়ারাথন


১০ মে-১১ মে- বিশ্ব অ্য়াথলেটিক্স রিলে


১৭ মে-২৫ মে- বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ


২৫ মে-৭ জুন- ফরাসি ওপেন


২৭ মে-৩১ মে- এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপ


১৪ জুন- ১৩ জুলাই- ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ


৩০ জুন-১৩ জুলাই- উইম্বলডন


২ জুলাই- ২৭ জুলাই- উইমেন্স ইউরো কাপ


১২ জুলাই- ২ আগস্ট - কোপা আমেরিকা


৭ আগস্ট- ১৭ আগস্ট- ওয়ার্ল্ড গেমস


২৫ আগস্ট-৭ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্র ওপেন


২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট- বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, প্যারিস


২৭ আগস্ট-২৮ আগস্ট- ডায়মন্ড লিগ ফাইনাল, অ্য়াথলেটিক্স


৫ সেপ্টেম্বর -১২ সেপ্টেম্বর- বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ


১৩ সেপ্টেম্বর-২১ সেপ্টেম্বর- বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশি


২৭ সেপ্টেম্বর- ১৯ অক্টোবর- ২০২৫ অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ


১ অক্টোবর-১০ অক্টোবর- ভারোত্তলন চ্যাম্পিয়নশিপ


১৩ অক্টোবর-১৯ অক্টোবর- BWF জুনিয়র চ্যাম্পিয়নশিপ ব্য়াডমিন্টন


১৯ অক্টোবর -২৫ অক্টোবর- বিশ্ব আর্টিস্টিক জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপ


১৬ নভেম্বর-২৯ নভেম্বর ওয়ার্ল্ড রাইফেল অ্য়ান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপ (শ্যুটিং)


১০ ডিসেম্বর-১৪ ডিসেম্বর (BWF ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল)


২১ ডিসেম্বর থেকে -১৮ জানুয়ারি ২০২৬- ২০২৫ আফ্রিকা কাপ অফ নেশন্স ফুটবল