মেলবোর্ন: বিগ ব্যাশে (Big Bash League) খেলছেন এই মুহূর্তে গ্লেন ম্য়াক্সওয়েল (Glenn Maxwell)। মেলবোর্ন স্টার্সের (Melbourne Stars) জার্সিতে দীর্ঘ কয়েকটি মরশুম ধরে খেলছেন। এবার অধিনায়কত্বের ব্যাটন অবশ্য তাঁর কাঁধে নেই। বয়স ৩৬ পেরিয়েছে। কিন্তু এই বয়সেও এখনও যে কি অসম্ভব ফিট তিনি, তার প্রমাণ দিলেন বিগ ব্য়াশের ম্যাচে দুরন্ত একটি ক্যাচ লুফে। হয়ত বিশ্ব ক্রিকেটের সেরা ক্যাচও বলা যেতে পারে। যেই ক্য়াচের ভিডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বছরের প্রথম দিনে বিগ ব্য়াশ লিগে ব্রিসবেন হিটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মেলবার্ন স্টার্স। গাব্বায় আয়োজিত ম্য়াচে ড্যান লরেন্সের প্রথম বলে প্রতিপক্ষ দলের ব্যাটার উইল প্রেস্টউইদকে ক্যাচ আউট করে দেন ম্য়াক্সওয়েল। সেই ক্যাচের ক্ষেত্রে প্রথমে বাউন্ডারি লাইনে লাফিয়ে এক হাত দিয়ে ক্যাচটি লুফেছিলেন তারকা অজি অলরাউন্ডার। এরপরই শূন্যে ছুড়ে দেন ম্য়াক্সওয়েল। এরপর বাউন্ডারির ভেতরে এসে সেই বলটি লুফে নেন।
ম্য়াক্সওয়েল ক্যাচ ধরার পর ব্রিসবেন হিট ১৬.১ ওভারে ১০৬ রানের বিনিময়ে ৬ উইকেট হারিয়ে ফেলে। যদিও মেলবোর্নের বোলাররা তা কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৯ রান বোর্ডে তুলে নেয় মেলবোর্ন স্টার্স।
মেলবোর্ন স্টার্স শুরুতে ধাক্কা খায় ব্যাট করতে নেমে। কিন্তু শেষ পর্যন্ত ম্য়াক্স ব্রায়ান্টসের ৪৮ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। এই টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্স এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলে এই প্রথম জয় ছিনিয়ে নিল। অন্যদিকে ব্রিসবেন হিট ২টো ম্য়াচে জয় ও দুটো ম্য়াচে হেরেছে।
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফিতে মেলবোর্নে হারের পর ভারতীয় শিবিরে অশান্তির আবহ। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজিত হয় ভারত। বর্ডার গাওস্কর সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তারপরই ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের উদ্দেশে ঝাঁঝালো বক্তব্য রাখেন। গম্ভীর নাকি বলেন, 'যথেষ্ট হয়েছে।' তাঁকে ভীষণ বিরক্ত ও হতাশ দেখিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, পরিস্থিতির গুরুত্ব না বুঝে ক্রিকেটারেরা তাঁদের স্বাভাবিক খেলায় জোর দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন গুরু গম্ভীর। কোনও ব্যক্তির নাম না করলেও তিনি পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার অক্ষমতাকে নিশানা করে তুলোধনা করেছেন। এই ধরনের মানসিকতা আর মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন গম্ভীর।