কটক: #ইনিংসের শুরুতেই জোরাল ধাক্কা খেল ভারত। ওপেনার কেএল রাহুলের পর প্যাভিলিয়নে ফিরে গেলেন কোহলি ও ধবন। তিনজনেই ইংরেজ পেসার ওকসের শিকার। মাত্র ৫ রান করে প্রথমে আউট হন রাহুল। দলের রান তখন ১৪। এরপরই দলের ২২ রানের মাথায় ফিরে যান কোহলি। তিনি করেন মাত্র ৮ রান। এরপর শিখর ধবনও ১০ রান করে আউট হন। দলের রান তখন ২৫।

কটকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। উমেশ যাদবের জায়গায় দলে এসেছেন ভুবনেশ্বর কুমার।

উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে পুনেতে অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদবের দুরন্ত শতরানের সুবাদে ইংল্যান্ডের পাহাড় প্রমাণ ৩৫০ রান তাড়া করে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। কটকের ম্যাচ জিতলেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর একদিনের সিরিজও জিতে নেবে ভারত।