আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল থেকে শুরু পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। অন্য়দিকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে আজ থেকে ভারতীয় 'এ' দলের দ্বিতীয় আন অফিশিয়াল টেস্ট। আর ম্য়াচের প্রথম দিনেই ব্যাট হাতে দুরন্ত ৯২ রানের ইনিংস খেললেন দেবদত্ত পড়িক্কল। অন্য়দিকে বল হাতে নজর কাড়লেন বাংলার আকাশ দীপ। একাই তুলে নিলেন প্রতিপক্ষের ৪ উইকেট। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদেই প্রথমে ব্যাট করতে নেমে ১৫২ রানের বেশি বোর্ডে যোগ করতে পারেনি ইংল্যান্ড লায়ন্স। মাত্র ৫২.৪ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।


ভারতীয় এ দলের বোলারদের মধ্যে আকাশদীপ ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। সেখানে যশ দয়াল ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯৬ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। পড়িক্কলের সঙ্গে জুটি বেঁধে বোর্ডে ১৫০ রান তুলে নিয়েছেন অভিমন্যু। 


কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট


দেশের মাটিতে ভারত শেষ টেস্ট সিরিজ হেরেছিল ১২ বছর আগে। ২০১২ সালে। সেবার ভারতকে তাদের মাটিতেই হারিয়ে গিয়েছিল ইংল্যান্ড (IND vs ENG)। গ্রেম সোয়ান ও মন্টি পানেসরের জোড়া স্পিন ফলায় বিদ্ধ হয়েছিল ভারত। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে হায়দরাবাদে, বৃহস্পতিবার থেকে।


টেস্ট সিরিজে ভারতীয় স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তামিলনাড়ুর অফস্পিনার আর অশ্বিন (R Ashwin)। যিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন একাধিক মাইলফলকের সামনে।


আর ১০ উইকেট পেলেই টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট হয়ে যাবে অফস্পিনার অশ্বিনের। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব গড়বেন তিনি।


সব মিলিয়ে বিশ্বের নবম বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেট হবে অশ্বিনের। এই সিরিজে আর ১২ উইকেট নিলে তিনি হবেন প্রথম ভারতীয় বোলার, টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে যাঁর একশো উইকেট হবে।


আর ১৪ উইকেট নিলে অনিল কুম্বলের একটি রেকর্ড ভেঙে দেবেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হবেন অফস্পিনার। ভারতের মাটিতে টেস্টে কুম্বলের রয়েছে ৩৫০ উইকেট। ভারতের মাটিতে টেস্টে ৩৩৭ উইকেট রয়েছে অশ্বিনের। সব মিলিয়ে ৯৫ টেস্টে ৪৯০ উইকেট রয়েছে ৩৭ বছরের অফস্পিনারের। ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন।