কলকাতা: ইডেনে দ্বিতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও, শেষপর্যন্ত মুশফিকুর রহিম (৫৯ অপরাজিত) ও মাহমুদুল্লাহর (৩৯ অবসৃত) লড়াইয়ের সুবাদে খেলা তৃতীয় দিনে নিয়ে যেতে সক্ষম হল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৫২। ভারতের চেয়ে এখনও ৮৯ রানে পিছিয়ে মুশফিকুররা। আগামীকাল তাঁরা কতক্ষণ লড়াই চালাতে পারেন, সেটা দেখার জন্যই ইডেনে ভিড় জমাবেন ক্রিকেটপ্রেমীরা।


আজ ৯ উইকেটে ৩৪৭ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১৩৬ রান করেন। চেতেশ্বর পূজারা ৫৫ ও অজিঙ্কা রাহানে ৫১ রান করেন। বাংলাদেশের হয়ে আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন তিনটি করে এবং আবু জায়েদ দু’টি উইকেট নেন।

২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ফিরে যান শাদমান ইসলাম (০), মোমিনুল হক (০), মহম্মদ মিঠুন (৬) ও ইমরুল কায়েশ (৫)। এরপর দলকে লড়াইয়ে ফেরান মুশফিকুর ও মাহমুদুল্লাহ। ১৮.৪ ওভারে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ। এরপর মুশফিকুরের সঙ্গে ক্রিজে যোগ দেন মেহদি হাসান (১৫)। তিনি ফিরে যাওয়ার পর আসেন তাইজুল ইসলাম (১১)। ভারতের হয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত শর্মা দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত চার উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নিয়েছেন উমেশ যাদব।