লন্ডন: ডোপিংয়ের দায়ে রাশিয়ার অ্যাথলিটদের রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করেই খেলাকে কলঙ্কমুক্ত করা যাচ্ছে না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দাবি, ২০০৮ বেজিং অলিম্পিকে পদকজয়ী ২৩ জন অ্যাথলিট সহ গত দুটি অলিম্পিকে যোগ দেওয়া ৪৫ জন অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। সবমিলিয়ে বেজিং ও লন্ডন অলিম্পিকের পর থেকে এখনও পর্যন্ত ৯৮ জন অ্যাথলিট ডোপিংয়ের দায়ে ধরা পড়লেন।
আইওসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় বেজিং অলিম্পিকের ৩০ জন এবং লন্ডন অলিম্পিকের ১৫ জন অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে বেজিং অলিম্পিকে ওয়েট লিফটিংয়ের ৪৮ কেজি বিভাগে রুপো পাওয়া সিবেল ওজকানও আছেন। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক ‘স্ট্যানোজোল’ নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁকে পদক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অলিম্পিকের আগে যে অ্যাথলিটদের বিরুদ্ধে ডোপিংয়ের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের রিও-তে যোগ দিতে দেওয়া হবে না।
আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, আইওসি ডোপিং রুখতে বদ্ধপরিকর। এখন আর ডোপিংয়ের দায়ে ধরা পড়া কোনও অ্যাথলিটের নাম প্রকাশ করা হবে না। যথাসময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বেজিং অলিম্পিকে পদকজয়ী ২৩ জন ডোপিং করেছিলেন, দাবি আইওসি-র
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 05:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -