সেঞ্চুরিয়ন: এবারের দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দু’টি টেস্টে হারলেও, তৃতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় দল। সিরিজের শেষ টেস্ট জেতার পর একদিনের সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় বিরাট কোহলির দলের। আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। জয়ের নায়ক দুই স্পিনার যুজবেন্দ্র চাহল ও কুলদীপ যাদব।


আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩২.২ ওভারেই ১১৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এটাই সেঞ্চুরিয়নে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বনিম্ন স্কোর। চাহল ২২ রান দিয়ে পাঁচটি এবং কুলদীপ ২০ রান দিয়ে তিন উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর  কুমার ও জসপ্রীত বুমরাহ। ব্যাট করতে নেমে একমাত্র রোহিত শর্মার (১৫) উইকেট হারিয়ে মাত্র ২০.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল। শিখর ধবন ৫১ ও বিরাট ৪৬ রানে অপরাজিত থাকেন। ১৯ ওভারের শেষে ভারত জয় থেকে মাত্র ২ রান দূরে দেখেও মধ্যাহ্নভোজের বিরতি নেন আম্পায়াররা। বিরতির পর খেলতে নেমে বাকি রান করেন বিরাট।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার হাশিম আমলা (২৩) ও কুইন্টন ডি কক (২০) শুরুটা খারাপ করেননি। কিন্তু এরপর মাত্র ১২ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেন ভারতের বোলাররা। দক্ষিণ আফ্রিকার ৩৯ রানের মাথায় প্রথমে আমলাকে ফেরান ভুবনেশ্বর। এরপর ৫১ রানে তিনটি উইকেট পড়ে। ডি ককে ফেরান চাহল। এইডেন মার্করামকে (৮) ফেরান কুলদীপ। তিনিই ডেভিড মিলারকে (০) ফেরান। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা খায়া জন্ডোকে (২৫) ফেরান চাহল। তিনিই জিঁ পল ডুমিনিকে (২৫) এলবিডব্লু করে দেন। এরপর কাগিসো রাবাদাকে (১) এলবিডব্লু করে দেন কুলদীপ। ক্রিস মরিস (১৪) ও মর্নি মর্কেলকেও (১) আউট করেন চাহল। ইমরান তাহিরকে (০) ফেরান বুমরাহ।

ডারবানে সিরিজের প্রথম ম্যাচ জিতে উজ্জীবিত হয়েই আজ খেলতে নামে ভারতীয় দল। আজ জিতে ভারতীয় দলের সিরিজ জয়ের দিকে এগিয়ে গেল। এই ম্যাচে ভারতীয় দলে কোনও বদল হয়নি। দক্ষিণ আফ্রিকা দলে দু’টি পরিবর্তন হয়। চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। তাঁর বদলে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় জন্ডোর। অলরাউন্ডার অ্যান্ডিল ফেলুকওয়ায়োর বদলে দলে আসেন বাঁ হাতি স্পিনার তাবরায়েজ শামসি।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল ও জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা দল- কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইউডেন মার্করাম, জিঁ পল ডুমিনি, ডেভিড মিলার, খায়া জন্ডো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, তাবরায়েজ শামসি, মর্নি মর্কেল ও ইমরান তাহির।