নটিংহ্যাম: ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুটাও জয় দিয়েই করল ভারতীয় দল। আজ ট্রেন্টব্রিজে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে দিল বিরাট কোহলির দল। অপরাজিত শতরান করলেন রোহিত শর্মা (১৩৭)। তাঁর ১১৪ বলের ইনিংসে ছিল চারটি ছক্কা ও ১৫টি বাউন্ডারি। বিরাট করেন ৭৫ রান। শিখর ধবন করেন ৪০ রান। বল হাতে নজর কাড়েন কুলদীপ যাদব। তিনি ২৫ রান দিয়ে ৬ উইকেট নেন।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পিঠের ব্যথা এখনও না সারায় আজ খেলেননি পেসার ভুবনেশ্বর কুমার। তাঁর জায়গায় একদিনের দলে অভিষেক হয় পেসার সিদ্ধার্থ কউলের। এদিন ম্যাচ শুরু হওয়ার আগেই ধাক্কা খায় ইংরেজ শিবিরও। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। দলের অনুশীলনের সময় চোট পান তিনি। অনুশীলনের সময় তাঁর চোট পাওযার ঘটনা দেখতে পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-তে।
ইংল্যান্ডের ইনিংসের শুরুটা ভাল করেন জেসন রয় (৩৮) ও জনি বেয়ারস্টো (৩৮)। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান কুলদীপ। তিনি জো রুটকেও (৩) আউট করেন। উইকেটে জমে যাওয়া স্টোকস ও বাটলারকেও ফেরান কুলদীপই। উমেশ যাদব দু’টি এবং যুজবেন্দ্র চাহল একটি উইকেট নেন। ৪৯.৫ ওভারে ২৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। মিডল অর্ডারে বেন স্টোকস (৫০) ও জোস বাটলার (৫৩) লড়াই করলেও, শেষপর্যন্ত বিশাল স্কোর করতে পারেননি তাঁরা।
রান তাড়া করতে নেমে ভারতীয় দলের হয়ে ইনিংসের শুরুটা ভাল করেন ধবন ও রোহিত। দলের ৫৯ রানের মাথায় মইন আলির বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ধবন ফিরে যাওয়ার পর রোহিতের সঙ্গে জুড়ি বাঁধেন বিরাট। তাঁরা ১৬৭ রান যোগ করেন। আদিল রশিদের বলে বিরাট স্টাম্প আউট হওয়ার পর ক্রিজে আসেন লোকেশ রাহুল (৯)। তিনি ও রোহিত দলকে জয় এনে দেন। ৪০.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, সুরেশ রায়না, এমএস ধোনি, হার্দিক পান্ড্য, সিদ্ধার্থ কউল, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব।
ইংল্যান্ড দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জোস বাটলার, মইন আলি, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, মার্ক উড।
কুলদীপের ৬ উইকেটের পর রোহিতের অপরাজিত শতরান, প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে জয় ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2018 05:04 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -