সিডনি: পরপর পাঁচ বলে পাঁচ উইকেট। ১০ বলে আট উইকেট এবং একটি রান আউট। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই চমকপ্রদ পারফরম্যান্সই দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিক গডেন। চোটের জন্য গত বছরের ডিসেম্বর থেকে মাঠের বাইরে ছিলেন এই ডানহাতি মিডিয়াম পেসার। প্রায় ১১ মাস পরে মাঠে ফিরে এসেই তাক লাগিয়ে দিলেন তিনি। সেন্ট্রাল গিপসল্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় ইয়ালুর্ন নর্থ ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন গডেন। ব্যাট হাতে অবশ্য তিনি সাফল্য পাননি। ওপেন করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান। তবে বল হাতে কামাল করেন। ১৭ রান দিয়ে আট উইকেট নিয়েছেন গডেন। আটটি উইকেটের মধ্যে ছ’টি বোল্ড, একটি এলবিডব্লু। ম্যাচের শেষ উইকেট রান আউটও করেছেন তিনি। এই পারফরম্যান্সের পরেও অবশ্য গডেন উচ্ছ্বসিত নন। তিনি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন। মজার ছলে তিনি বলেছেন, ‘আমি বিশেষ কিছুই করিনি। সতীর্থদের বলেছিলাম, চলো তাড়াতাড়ি ম্যাচ শেষ করে বিয়ার পান করতে যাই। বিকেল তিনটের মধ্যে বিয়ার পান করতে যাওয়ার পরিকল্পনা ছিল। সেটা করতে পেরেছি।’ কিছুদিন আগেই দক্ষিণ অস্ট্রেলিয়ায় ওয়েস্ট অগাস্টা বি গ্রেড দলের হয়ে খেলতে নেমে ৪০টি ছক্কার সাহায্যে ৩০৭ রান করে চমকে দিয়েছিলেন জোশ ডানস্টান। এবার বল হাতে একইরকম চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন গডেন।