ফতোদরা: আইএসএলে কোভিড ধাক্কা। করোনা আক্রান্ত এটিকে মোহনবাগান ফুটবলার। যার জেরে স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান (atk mohun bagan) বনাম ওড়িশা এফসি (odisha fc) ম্যাচ। পরিবর্তিত পরিস্থিতিতে এই ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হবে। আজ পিজেএন স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল এটিকে মোহন বাগান ও ওড়িশা এফসি ২ দলের। আপাতত মেডিক্যাল টিমের সদস্যরা যাবতীয় কিছু তত্ত্বাবধান করছেন। 


গত মরসুমে দুর্দান্ত খেলেও, মুম্বই সিটি এফসি-র বাধা টপকাতে না পেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এবারের মরসুমের শুরুটা গতবারের মতো হয়নি। মাঝপথেই বিদায় নিয়েছেন আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। তাঁর বদলে সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েছেন হুয়ান ফেরান্দো। তিনি আসার পর একটি ম্যাচেও হারেননি রয় কৃষ্ণ, হুগো বুমোসরা। বরং দল ছন্দে ফিরেছে। শনিবার সবুজ-মেরুনের সামনে ওড়িশা এফসি। এই ম্যাচ জিতলেই লিগ টেবলে এক নম্বরে উঠে আসত এটিকে মোহনবাগান। সেটাই লিস্টন কোলাসো, ডেভিড উইলিয়ামসদের কাছে সবচেয়ে বড় তাগিদ।


গত ম্যাচে ১২ সেকেন্ডই গোল করে ইতিহাস গড়েন ডেভিড উইলিয়ামস। এই গোলটাই আইএসএল-এর ইতিহাসে দ্রুততম। কিন্তু সেই ম্যাচে ভাল খেলেও, শেষমুহূর্তে গোল হজম করায় ২-২ ড্র করেই মাঠ ছাড়তে হয় সবুজ-মেরুন জার্সিধারীদের। সেই ভুল আর করতে নারাজ ছিলেন প্রীতম কোটাল, তিরিরা।


খেলার মাঠে কোভিড হানা এই প্রথম নয়। গত বছর  প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাব মিলে মোট ৪২ জন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা (covid19) আক্রান্ত হয়েছে। যা রেকর্ড। ম্যান ইউতে একাধিক কোভিড আক্রান্ত হওয়ায় তাদের পরবর্তী ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছিল।


 মোট ৩৮০০ জনের মধ্যে ৪২ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। ম্যান ইউয়ের তরফে কোভিড বেড়ে যাওয়ায় অনুশীলনও বন্ধ রাখা হয়েছিল। অ্যাস্টন ভিলা ও ব্রাইটন ক্লাবের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে তাঁদের ক্লাবেও কোভিড আক্রান্ত হয়েছেন কয়েকজন।