Ashes, England vs Australia, 4th Test: সচিনের পর দ্বিতীয় সর্বাধিক টেস্ট খেলার নজির অ্যান্ডারসনের

Ashes, England vs Australia, 4th Test: তিনি টপকে গেলেন রিকি পন্টিংয়ের ১৬৮ টেস্ট খেলার মাইলফলককে। সামনে আছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর। নিজের কেরিয়ারে ২০০ টেস্ট খেলার নজির গড়েছেন সচিন।

Continues below advertisement

সিডনি: টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়লেন জিমি অ্যান্ডারসন। সচিন তেন্ডুলকরের পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন ইংল্যান্ডের তারকা পেসার। সিডনি টেস্ট ছিল অ্যান্ডারসনের ১৬৯ তম টেস্ট। তিনি টপকে গেলেন রিকি পন্টিংয়ের ১৬৮ টেস্ট খেলার মাইলফলককে। সামনে আছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর। নিজের কেরিয়ারে ২০০ টেস্ট খেলার নজির গড়েছেন সচিন। তাঁকে ছোয়া যদিও সম্ভব হবে না অ্যান্ডারসনের পক্ষে। 

Continues below advertisement

২০১৫ বিশ্বকাপের পরই সীমিত ওভারের ক্রিকেট থেকে সরে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই মনোযোগ দিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার নজির বেশ কিছুদিন আগেই গড়ে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। ২০০ তম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। রিকি পন্টিং তাঁর কেরিয়ারে ১৬৮ টেস্ট খেলেছেন। প্রাক্তন বিশ্বজয়ী আরেক অজি অধিনায়ক স্টিভ ওয়া তাঁর কেরিয়ারে ১৬৮ টেস্ট খেলেছেন। পেসার অল-রাউন্ডার জ্যাক কালিস এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন। তিনি ১৬৬টি টেস্ট খেলেছেন। ১৬৪ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের শিভনারায়ন চন্দ্রপল। তালিকায় দশ নম্বরে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। সিডনি টেস্ট তাঁর ১৫১ তম টেস্ট।

এদিকে অ্যাশেজের মঞ্চে বডি শেমিংয়ের শিকার হলেন জনি বেয়াস্টো ও বেন স্টোকস। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ম্যাচের তৃতীয় দিনে চা পানের বিরতিতে ২ ব্যাটারই ড্রেসিংরুমে ফিরছিলেন। সে সময় হঠাৎ একজন বলে বসেন, "স্টোকস তুমি মোটা।" আবার একজন বলে বসেন, ''বেয়ারস্টো তোমার জাম্পারটি খোলো এবার। কিছু ওজন কমাও এবার।'' স্টোকস শুধু হাসিমুখে ব্যাপারটা মেনে নিলেও বেয়ারস্টো চুপ থাকেননি। তিনি পালটা বলেন, ''এটাই ঠিক যে তোমরা পেছনে ঘুরে চলে যাও এখান থেকে।'' উল্লেখ্য এর আগেও এই ৩ জনকে এসসিজি থেকে বহিষ্কার করা হয়েছিল।

আরও পড়ুনঃ অ্যাশেজের মঞ্চে বডি শেমিংয়ের শিকার বেয়ারস্টো, স্টোকস

 

Continues below advertisement
Sponsored Links by Taboola