করাচি: পাকিস্তানের সেনা মুখপাত্র আসিফ গফুরের সঙ্গে প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, গফুরকে আলিঙ্গন করছেন আফ্রিদি। এরপরেই অনেকে বলতে শুরু করেছেন, আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন?















আফ্রিদি মাঝেমধ্যেই বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধী মন্তব্য করে থাকেন। তিনি কাশ্মীর ইস্যুতেও সরব। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানকেও সমর্থন করেছেন আফ্রিদি। সম্প্রতি মুজফফরাবাদে ইমরানের একটি জনসভাতেও দেখা যায় আফ্রিদিকে। এই পরিস্থিতিতে সেনা মুখপাত্রর সঙ্গে তাঁর আলিঙ্গন অন্য মাত্রা পেয়েছে।