মুম্বই: কেরিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় হয়ে থাকল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। কেনিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে ইন্টার-কন্টিনেন্টাল কাপের ফাইলনালে পৌঁছে গেল ভারতীয় দল। এর মধ্যে ২টি গোল করে রূপকথার ম্যাচ উপহার দিলেন অধিনায়ক নিজে। ম্যাচের শুরু থেকেই বিপক্ষের গোলে বারবার আক্রমণ শানাচ্ছিল ভারত। কিন্তু, গোলমুখ খুলছিল না। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগান ছেত্রীরা। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ছেত্রী।
শততম ম্যাচে জোড়া গোল ছেত্রীর, কেনিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারত
Web Desk, ABP Ananda | 04 Jun 2018 10:46 PM (IST)