মুম্বই: ভারতের প্রবাদ-প্রতিম প্রাক্তন ক্রিকেটার বিজয় মঞ্জেরেকরের নামাঙ্কিত রাস্তার নাম আচমকাই বদলে গেল। সেই রাস্তার নয়া নামকরণ করা হল এক গডম্যানের নামে!
ভারতীয় ক্রিকেটে মুম্বইয়ের সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে শিবাজী পার্কের নাম। এই পার্ক গড়ে তোলার ক্ষেত্রে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন বিজয় মঞ্জেরেকর। মুম্বইয়ের দাদরে তাঁর নামাঙ্কিত রাস্তার নাম রাতারাতি বদলে হয়ে গেল পরমপূজ্য জাম্ভেকর মহারাজ পথ। কখন, কীভাবে এবং কেন- এই নামবদল তা কেউ জানেন না।
স্থানীয় এমএনএস কর্পোরেটরের দাবি, কোনও রাস্তার নাম বদল করতে হলে ওয়ার্ড কমিটির কাছে প্রস্তাব পেশ করতে হয়। কিন্তু বিজয় মঞ্জেরেকরের নামাঙ্কিত রাস্তার নাম বদলের কোনও প্রস্তাব তিনি করেননি। এ বিষয়ে অন্ধকারে এলাকার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনারও।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার রাস্তার নাম কিন্তু বদলে গিয়েছে। যাঁর নামে ওই রাস্তার নামবদল হয়েছে তিনি সিদ্ধি বিনায়ক মন্দির প্রতিষ্ঠাতার কাজে সাহায্য করেছিলেন।
বিজয় মঞ্জেরেকর ভারতের হয়ে ৫৫ টেস্টে ৩২০৮ রান করেন। পর্তুগীজ স্ট্রিটে এই কিংবদন্তী বাড়ির পাশেই এই রাস্তা। তাঁর হাত ধরে মুম্বই দেশকে উপহার দিয়েছে একাধিক নামজাদা ক্রিকেটার।
বিজয় মঞ্জেরেকের ছেলে সঞ্জয় মঞ্জেরেকর অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, তাঁকে মনে রাখা বা শ্রদ্ধা জানানোর বিষয়টি সম্পূর্ণভাবে মানুষের ওপর নির্ভর করে।
মুম্বইয়ে বিজয় মঞ্জেরেকরের নামাঙ্কিত রাস্তার রাতারাতি নামবদল, হল গডম্যানের নামে!
ABP Ananda, web desk
Updated at:
23 Nov 2016 09:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -