সিডনি: তিনি প্রয়াত হয়েছেন ৬ মাস আগে। চলতি বছরের ৪ মার্চ। সকলকে হতবাক করে দিয়েছিল শ্যেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যু সংবাদ। গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। মঙ্গলবার ফের একবার চমকে উঠল গোটা বিশ্ব। কারণ, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর প্রয়াত কিংবদন্তির জন্মদিন। আর সেদিন কি না ট্যুইট করা হল ওয়ার্নের অফিসিয়াল হ্যান্ডল থেকে!


প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক শ্যেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সর্বকালীন সেরা বোলারদের মধ্যে অন্যতম ৷ আজ, ১৩ সেপ্টেম্বর ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী ৷ ৫৩ বছরের জন্মদিন ছিল ওয়ার্নের৷ টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম ৬০০ উইকেটের মালিক হয়েছিলেন ৷ চলতি বছরের ৪ মার্চ তাইল্যান্ডের কো সুমাই দ্বীপে ছুটি কাটানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷


আজ ১৩ সেপ্টেম্বর ওয়ার্নের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়েছে৷ লেখা হয়েছে, 'একটা উত্তরাধিকার যা বোঝায় কোনটা গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির সমৃদ্ধি নির্ভর করে তারা কী পেয়েছে আর মানুষের জীবনে কী প্রভাব বিস্তার করেছে তার ওপর। শ্যেন ওয়ার্নের উত্তরাধিকার বেঁচে থাকবে। জন্মদিনের শুভেচ্ছা, আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে'।


 






সোশ্যাল মিডিয়ায় ফের ওয়ার্নের অফিসিয়াল হ্যান্ডল থেকে ট্যুইট দেখে সকলে অবাক হয়ে যান৷ একজন নেটিজেন লিখেছেন , ‘‘ট্যুইট দেখে আমার হৃদয় ধড়ফড় করছে৷ আমি ওঁর আওয়াজ, লেগস্পিন, দৃষ্টি, আধিপত্য কখনও ভুলতে পারব না, তোমাকে আজীবন ভালবাসব ওয়ার্ন’।


ইতিহাসের অন্যতম মহান ক্রিকেটার মনে করা হয় অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট ম্যাচে ৭০৮ উইকেটের মালিককে৷ তিনি টেস্টে সবচেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় ২ নম্বরে রয়েছেন৷ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর।


আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা