সন্দীপ সরকার, কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে কোনও দলের সম্পদ হতে পারেন। বিগহিটার। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে সিদ্ধহস্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি খরচ করেন মোটে ৭ রান। পাশাপাশি ফিল্ডিংয়ে দুরন্ত।


মনে করা হচ্ছিল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের তুরুপের তাস হতে পারেন। কিন্তু বিধি বাম। এশিয়া কাপ (Asia Cup) চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। দেশে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তখন থেকেই আশঙ্কা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন তো জাডেজা?


সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়নি বাঁহাতি অলরাউন্ডারকে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, জাডেজার সেরে উঠতে সময় লাগবে। এখনই তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অংশ না হতে পেরে মন খারাপ জাডেজার। তবে তারকা ক্রিকেটারের পরিবার সূত্রে খবর, তিনি ভেঙে পড়েননি। বরং এখন থেকেই মাঠে ফেরার লক্ষ্যস্থির করে ফেলেছেন।


রাজকোট থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে জাডেজার দিদি নয়না বললেন, 'কে না দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চায়! জাড্ডুও (জাডেজার ডাকনাম) চেয়েছিল। তবে ওর সেরে উঠতে সময় লাগবে। মন খারাপ হলেও ও হাল ছাড়ছে না। দ্রুত মাঠে ফিরবে।'


টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা ভুলতে ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা। নয়না বলছিলেন, 'সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকেই পাখির চোখ করছে জাড্ডু। তার আগে আইপিএল আছে। আশা করছি মাঠে নেমে দ্রুত ছন্দে ফিরবে।'


জাডেজার চোট নিয়ে বিতর্কও রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেউ কেউ বলছেন, ম্যাচে বা প্র্যাক্টিসে চোট পাননি জাডেজা। বরং দুবাইয়ে মজার ছলে স্কিয়িং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। নয়না সেই বিতর্কে আমল দিচ্ছেন না। শৈশব থেকে জাডেজার উঠে আসার নেপথ্যে অবদান রয়েছে দিদির। ঠিক যেভাবে সচিন তেন্ডুলকরকে আগলে রাখতেন দাদা অজিত। যুবরাজ সিংহের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতেন বাবা যোগরাজ। বা শুভমন গিলের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে পড়ে থেকেছেন বাবা লখবিন্দর। নয়না কঠিন সময় ভাইয়ের পাশে দাঁড়াচ্ছেন। বলছিলেন, 'জল্পনা বা গুজব তো অনেক কিছু নিয়েই হয়। ভারতীয় বোর্ড থেকে কি আনুষ্ঠানিকভাবে কিছু বলেছে? ম্যাচে ওর হাঁটুতে অস্বস্তি হচ্ছিল সকলেই দেখেছেন। আর কেউ ইচ্ছে করে আহত হয় না।'


আপাতত মুম্বইয়ে রিহ্যাব চলছে জাডেজার। নয়না বলছিলেন, 'অস্ত্রোপচারের পর ওয়াকার নিয়ে হাঁটাচলা শুরু করেছে। বোর্ডের তত্ত্বাবধানে ওর রিহ্যাব শুরু হয়েছে।'


কবে মাঠে ফিরবেন জাডেজা? নয়না বলছেন, 'এ নিয়ে তো ঠিক পূর্বাভাস করা যায় না। মনের জোরের ওপরও অনেক কিছু নির্ভর করে। সকলের চোট সমান দ্রুততায় সারে না। তবে জাড্ডু মানসিক দিক থেকে খুব শক্তিশালী। ও হাল ছাড়ার পাত্র নয়। আশা করছি মাস তিনেকের মধ্যেই মাঠে দেখা যাবে ওকে। আপনারাও প্রার্থনা করুন।'


আরও পড়ুন: বিশ্বকাপের দলে নেই, অথচ দুই প্রস্তুতি সিরিজে খেলবেন শামি-চাহার!