২০ ইনিংসে অর্ধশতরান নেই। বারবার ব্যর্থতা। এই পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়েছেন ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বছর নভেম্বর থেকে এখন পর্যন্ত, সূর্যকুমারের সংগ্রহে মাত্র ২২৭ রান। গড় ১৩.৩৫। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতে থাকা ৫ ম্যাচের টেস্ট সিরিজেও সূর্যকুমারের এই খারাপ ফর্ম অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে মাত্র ১২ করেন তিনি এবং পরের ম্যাচে করেন ৫। এই ব্যর্থতার পর তাঁর ভূমিকার কথা সূর্যকুমারকে মনে করিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, "আপনি দলের অধিনায়ক। কিন্তু, একজন অধিনায়কের কাজ শুধু টস করা বা বোলারদের ম্যানেজ করাই নয়। শুধু স্ট্র্যাটেজি তৈরিই নয়। যদি আপনি টপ ফোরে ব্যাট করেন, আপনার প্রাথমিক দায়িত্ব রান করা। অনেকগুলো ম্যাচ হয়ে গেল। যদি ১৭ ম্যাচে আপনার গড় ১৪ থাকে এবং স্ট্রাইক রেটও ভাল নয়, একটা অর্ধশতরানও নেই। মাত্র দুবার ২৫ টপকেছেন, এটা আইপিএলের অপর দিকের সমস্যা।" 

Continues below advertisement

নিজের মতামতের ব্যাখ্যা দিয়ে ক্রিকেটার থেকে কমেন্টটরে পরিণত হওয়া আকাশ বলেছেন, সূর্যকুমারের ভারতীয় দলের অধিনায়ক থাকার বিরোধী নন তিনি, কিন্তু ২০২৬ টি২০ বিশ্বকাপে যাওয়ার আগে ওঁর সংগ্রহে যথেষ্ট রান থাকা প্রয়োজন। আকাশের কথায়, "আমি বলছি না যে সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে কোনও সন্দেহ আছে, অথবা তিনি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হবেন না। আমি মোটেও তা বলছি না, তাই কখনও আমার কথা ভুলভাবে উল্লেখ করবেন না, কিন্তু সত্য হল তাঁকে রান করতে হবে।" তাঁর সংযোজন, "যদি আপনি ৩ বা ৪ নম্বরে খেলেন এবং রান না করেন, ধারাবাহিকভাবে এবং দীর্ঘ সময় ধরে রান না করেন, তাহলে বিশ্বকাপ শুরু করার সময় আপনি ততটা আত্মবিশ্বাসী থাকবেন না। তাই, অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমন গিল, রান করাটা একেবারে অপরিহার্য।"

যদিও ভারতীয় দল অধিনায়ক, সহ-অধিনায়কের ফর্ম নিয়ে এখনই চিন্তিত হচ্ছে না বলে দাবি করেছেন রায়ান টেন দুশখাতে (Ryan Ten Doeschate)। ভারতীয় দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে বলেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'

Continues below advertisement

অধিনায়ক সূর্যকুমারের ক্ষেত্রেও টেন দুশখাতের গলায় আশার বাণী শোনা যায়। তিনি আশাবাদী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ভাল পারফর্ম করবেন।