নয়াদিল্লি: মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনালটা ঠিকঠাক গেল না ভারতীয় দলের পক্ষ থেকে। পুরো টুর্নামেন্ট জুড়েই তুখোড় ফর্মে থাকা ভারতীয় দল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে। যদিও এই টুর্নামেন্টে ভারতীয় দলের প্রাপ্তি প্রচুর। টি ২০ বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে যে, ভবিষ্যত টুর্নামেন্টের জন্য দলের গড়ে ওঠার প্রচুর রসদ রয়েছে। স্বপ্নভঙ্গের বেদনা থেকে ভারতের মেয়েরা যে ঘুরে দাঁড়াবে, তা নিয়ে নিশ্চিত ক্রিকেট মহল।
এরইমধ্যে পাকিস্তানের এক ক্রিকেট সমর্থক ২০১৭-তে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলিদের হারের প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়া মারফত খোঁচা দিয়েছেন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল।
এ ধরনের মন্তব্যকে একেবারেই ভালোভাবে নিতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। তিনি ওই মন্তব্যের মুখের মতো জবাব দিয়েছেন। তিনি ওই ব্যক্তিকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছেন। ২০১৭-তে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর পাকিস্তান কতগুলি বড় টুর্নামেন্টে ফাইনাল তো দূরের স্থান, নক আউট পর্যায়ে যেতে পেরেছে, তা জানতে চেয়েছেন। ট্যুইটারে আকাশ লিখেছেন, ‘ওই ফাইনালের পর আর কতবার আপনাদের দল নক আউট পর্যায়ে পৌঁছেছে? মহিলা ও পুরুষ মিলিয়ে। যার ঘর কাঁচের, সে আলো জ্বেলে জামাকাপড় বদলায় না, বন্ধু’।



রবিবারের ফাইনালটা একেবারেই হরমনপ্রিতদের কাছে ঠিকঠাক হল না। টসে জিতে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির শতরানের পার্টনারশিপে ভর করে অস্ট্রেলিয়া ১৮৪ রান তোলে। ভারত ৯৯ রান অলআউট হয়ে যায়।