দুবাই: ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে দিয়েছে দাসুন শনাকার দল। টুর্নামেন্ট শুরুর আগে হট ফেভারিট থাকা পাকিস্তান দল শেষ হাসি হাসতে পারেনি। যেই ধাক্কা পাকিস্তান ক্রিকেটার, ক্রিকেট সমর্থক থেকে ক্রিকেট বোর্ডের অন্দরেও লেগেছে। পিসিবি প্রধান রামিজ রাজা উপস্থিত ছিলেন গতকাল ফাইনাল দেখতে। সেখানেই এক সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। 


ঠিক কী হয়েছিল?


ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময়ে উপস্থাপক হিসেবে ২২ গজে দেখা গিয়েছে রামিজ রাজাকে। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। গতকাল পাকিস্তানের হারের পর এক ভারতীয় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন যে, ''পাক সমর্থকরা ভীষণ দুঃখিত। কী বার্তা দেবেন তাঁদের?'' সেই প্রশ্নেই ক্ষেপে যান রামিজ। তিনি হঠাৎ বলে ওঠেন, ''আপনি ভারতের থেকে এসেছেন তো? আপনি তো নিশ্চয় খুব খুশি হয়েছেন।''


এই পর্যন্তও ঠিক ছিল। কিন্তু হঠাৎই রাজা সেই সাংবাদিকের মোবইল ফোনটিও কেড়ে নেন তাঁর থেকে। এরপর নানা কথা শোনাতে থাকেন তাঁকে। ও ফোনটি সেই ব্যক্তির হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পিসিবি চেয়ারম্যানের এমন ব্যবহারে সমালোচনার ঝড় উঠেছে। 


 






গতকাল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে এশিয়া কাপের ফাইনালে লড়াই করার মতো স্কোর তোলে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ১৭০/৬। এশিয়া সেরা হতে গেলে পাকিস্তানকে তুলতে হতো ১৭১ রান। শেষ পর্যন্ত তার ২৩ রান আগেই গুটিয়ে যায় পাকিস্তান।


২০১৪ সালে শেষবার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। তার আট বছর পর ফের একটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। যাদের এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হিসাবে ধরেননি কেউই। বরং ফেভারিট মনে করা হচ্ছিল ভারতকে। অথচ রোহিত শর্মারা সুপার ফোরের গণ্ডিও পেরতে পারেননি। অন্যদিকে শ্রীলঙ্কা সুপার ফোরে পরপর আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। এবং ট্রফি জিতে নেন শনাকারাই।