7th Pay Commission Calculator: লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দুর্দান্ত উপহার পেতে চলেছেন। উৎসবের মরসুমে যারা মহার্ঘ ভাতা বাড়ানোর অপেক্ষায় ছিলেন, তারা শীঘ্রই পেতে চলেছেন সুখবর। কেন্দ্রীয় সরকার নবরাত্রিতে আপনার বেতন বাড়াতে পারে (Navratri 2022)।


7th Pay Commission: এই দিনে আসতে পারে বাড়তি টাকা
আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২২-এ আপনার অ্যাকাউন্টে বাড়তি টাকা আসতে পারে। সেই সময় নবরাত্রি শুরু হয়ে যাবে। এছাড়াও দ্বিতীয় নবরাত্রির পরে সরকার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য তার কোষাগার খুলতে চলেছে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


7th Pay Commission: বেতন কত বাড়বে


অল ইন্ডিযা কনজিউমার প্রাইস ইনডেক্স অনুসারে, মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে কর্মীদের বেতন আরও বাড়তে পারে। আপনার বেতন স্কেল অনুযায়ী আপনার বেতন বৃদ্ধি পাবে। যদি আপনার মূল বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে আপনার বেতন বার্ষিক ৬৮৪০ টাকা বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগীদের উপর।


7th Pay Commission: ৩৮ শতাংশ ডিএ পাবেন


কেন্দ্রীয় সরকার ডিএ-তে ৪ শতাংশ বৃদ্ধি ঘোষণা করতে পারে। সূত্রের খবর, সেরকমই আশা করছেন কর্মী সংগঠনগুলি। আগামী দিনে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৪ থেকে ৩৮ শতাংশে বাড়তে পারে। সেপ্টেম্বর মাসের বেতনে বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পেতে চলেছেন কর্মীরা। শোনা যাচ্ছে, যদি বর্ধিত ডিএ ১ জুলাই, ২০২২ থেকে প্রযোজ্য হয় তবে কর্মচারীরা বকেয়া হিসাবে ২ মাসের বকেয়া টাকা পাবেন


7th Pay Commission: কোনও ঘোষণা হয়নি এখনও


সূত্রের খবর, মনে করা হচ্ছে ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াতে পারে। এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি সরকার।


আরও পড়ুন; LIC Policy: ১০ লক্ষ টাকার নিশ্চিত বিমারাশি, সঙ্গে প্রিমিয়ামের ৭ গুণ ক্লেইম, এই পলিসিতে রয়েছে এই সুবিধা