চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আরসিবি। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে জয়ে ফিরেছে আরসিবি। আজ গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহাদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখাই শেন ওয়াটসন, ক্রিস গেইলদের লক্ষ্য। আজ আরসিবি-পঞ্জাব লড়াই, দলে ফিরছেন ডিভিলিয়ার্স
Web Desk, ABP Ananda | 10 Apr 2017 02:36 PM (IST)
নয়াদিল্লি: চোটের জন্য প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। তবে তিনি এখন সম্পূর্ণ ফিট। ফলে আজ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দলে ফিরবেন বলেই জানা গিয়েছে। এক ভিডিও বার্তায় ডিভিলিয়ার্স নিজেই জানিয়েছেন, তাঁর চোট সেরে গিয়েছে। ফলে আজ খেলতে পারবেন। তবে ডিভিলিয়ার্স দলে ফিরলেও, আরসিবি অধিনায়ক বিরাট কোহলি কবে মাঠে নামবেন, সেটা এখনও জানা যায়নি। বিরাট বলেছেন, তিনি ১২০ শতাংশ ফিট হলে তবেই মাঠে নামবেন। ফলে আজও বিরাটের খেলার সম্ভাবনা নেই।