কলকাতা: তিনি ক্লান্ত। তাই ক্রিকেট থেকে আপাতত সাময়িক বিশ্রাম নিচ্ছেন। বাংলা ক্রিকেট দলের (Bengal Cricket Team) কোচের (Coach) দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এমনটাই প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন অরুণ লাল (Arun Lal)। কিন্তু এবার কী করবেন? বাংলা ক্রিকেট দলের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া কোচের পরবর্তী লক্ষ্য কী? এবিপি লাইভকে (ABP Live) দেওয়া একান্ত সাক্ষাৎকারে অরুণ লাল জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা। 


হঠাৎ দায়িত্ব ছাড়লেন?


অরুণ লাল: আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। গত ৯ মাস সারাক্ষণ ক্রিকেট নিয়ে ভাবতে হয়েছে। এক মুহূর্তও যায়নি যে আমি খেলার বাইরে অন্য কিছু ভাবতে পেরেছি। তাই এবার একটু নিজেকে সময় দিতে চাই। পরিবারকে সময় দিতে চাই। তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া। 


রঞ্জিতে বাংলার সেমিতে ছিটকে যাওয়া প্রভাব ফেলেছিল?


অরুণ লাল: আমার কোচের দায়িত্ব ছাড়ার সঙ্গে বাংলা দলের পারফরম্যান্সের কোনও যোগ নেই। বাংলা দল দুর্দান্ত পারফর্ম করেছে গত কয়েক বছরে। আমি নিশ্চিত আগামী ২-৩ বছরের মধ্যেই বাংলা দল রঞ্জি জিতবে। যে দুটো দল এবার ফাইনালে খেলেছে, মুম্বই ও মধ্যপ্রদেশ তারা আগের বছর সেমিফাইনালেই উঠতে পারেনি। গত বছর যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই সৌরাষ্ট্র এবার সেমিতে জায়গা করতে পারেনি। বাংলা ক্রিকেট দল সেখানে অন্যান্য দলের তুলনায় অনেক বেশি ধারাবাহিক।


আপাতত কী প্ল্যান?


আমি এই মুহূর্তে ক্রিকেট থেকে পুরোপুরি কিছুদিন বিশ্রামে থাকতে চাই। স্ত্রী-কে নিয়ে পুজোয় তুরস্কে ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে। বিয়ের পর এখনও পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এবার তাই একটু নিজেকে ও স্ত্রীকে সময় দিতে চাই। তাছাড়া খুব তাড়াতাড়ি দার্জিলিং, কালিম্পং যাচ্ছি। বুলবুল স্কুলের শিক্ষিকা, ওঁর স্কুলের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ব।


২২ গজে আবার দেখা যাবে কবে?


অরুণ লাল: এখনই এই নিয়ে কিছু বলতে পারছি না। তবে ইচ্ছে আছে মেন্টরশিপ করার। বাংলা হোক বা অন্য কোন দল যদি মেন্টর হিসেবে আমাকে নিতে চায়, ভেবে দেখব। অথবা কমেন্ট্রি বক্সেও ফিরতে পারি।