কলকাতাঃ'জেলে যাওয়ার ভয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)', এদিন ফের রাজ্যের বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। একুশের বিধানসভা ভোটের অনেক আগেই গেরুয়া শিবিরে যোগ দেন শুভেন্দু অধিকারী। এদিকে সেই সময় বাংলার বুকে একের পর এক মামলায় নাম জড়ায় তৃণমূলের হেভিওয়েটদের। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Agency) তলব ঘিরে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। এদিন ফের কুণাল ঘোষের মুখে সেই প্রসঙ্গই ফিরে এল। এদিকে শুভেন্দু অধিকারীও চুপ করে নেই। চমকে ধমকে যে কিছু হবে না, সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলাভাগ হতে দেব না : অভিষেক


এদিকে পাল্টা তোপ দেন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল সুপ্রিমকে নিশানা করে বলেন, ‘সবই করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা, শুভেন্দু অধিকারীকে জব্দ করো। কারণ মুকুল রায়দের মতো শুভেন্দু কেনাবেচার লোক নয়। শুভেন্দু অধিকারী মমতাকে সরিয়ে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠার শপথ নিয়েছে।ভাইপোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন। আমাকে চমকে, ধমকে ভয় দেখিয়ে কিছু করতে পারবেন না, চ্যালেঞ্জ ছোড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


প্রসঙ্গত, রাজ্যে হিন্দু দেবী কালীকে নিয়ে মহুয়া মন্তব্য থেকে কলকাতা মেট্রো ইস্যু, সবেতেই এই মুহূর্তে সংঘাতে রাজ্য-কেন্দ্র।কারণ সদ্য পয়গম্বর ইস্যুতে দূরদর্শনে বিস্ফোরক মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছেন নুপুর শর্মা। আর তারপরেই মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় বাংলা। এদিকে তারই সঙ্গে এখন জুড়েছে শিয়ালদহ মেট্রোর উদ্ধোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিমন্ত্রন করার ইস্যু নিয়ে বিতর্ক। আর তারই মধ্যে এদিন ফের কুণাল ঘোষের মন্তব্যে বিতর্ক মোড় নিল।


একেই দিলীপের বিরুদ্ধে গ্রেফতারির দাবির আগে শুভেন্দুর গ্রেফতারির দাবি নিয়েও রাজভবনে গিয়েছিল তৃণমূল। যদিও অভিযোগ আনলেও তা কার্যকর হয়নি। কারণ শুভেন্দুর বিজেপির যোগের প্রথম দিন থেকেই তৃণমূলের অভিযোগ, সিবিআই থেকে বাঁচতেই মূলত বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই ইস্যুই ফের এদিন ফের তোপের ফিরল কুনালের মুখে।