সন্দীপ সরকার, কলকাতা: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ (Rishabh Pant) মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শয্যাশায়ী। তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। কবে মাঠে ফিরবেন পন্থ, তা নিয়ে জোর চর্চা চলছে।
তবে পন্থের আইপিএল (IPL) খেলার যে কোনও সম্ভাবনা নেই, তা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন বলে স্বার্থের সংঘাত এড়াতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মেন্টর পদ ছেড়েছিলেন। রজার বিনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ ফিরেছেন দিল্লি ক্যাপিটালসে। এবার ডিরেক্টর অফ ক্রিকেট হয়ে। আর সেই দায়িত্বে এসেই সৌরভের সামনে কঠিন পরীক্ষা। কারণ, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
পন্থ কি আইপিএলে খেলতে পারবেন? বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে ম্যাচ। তার আগে মঙ্গলবার ইডেনে গিয়েছিলেন সৌরভ। সেখানে এবিপি লাইভের প্রশ্নে সৌরভ বলেন, 'পন্থ আইপিএলে খেলতে পারবে না। ওর পরিবারের সদস্যদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। তবে ও ফিরবেই। সামনে ওয়ান ডে বিশ্বকাপ। দেখা যাক কী হয়।'
তাহলে দিল্লি ক্যাপিটালসকে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেবেন কে? অনেকে মনে করছেন, দৌড়ে এগিয়ে ডেভিড ওয়ার্নার। এর আগে অধিনায়ক হিসাবে যিনি সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। সৌরভ যদিও এখনই কারও নাম বলছেন না। শুধু বললেন, 'শীঘ্রই নাম ঘোষণা করে দেব আমরা।'
চোট কতটা সমস্যায় ফেলে একজন ক্রিকেটারকে? বিশেষ করে দীর্ঘদিন যখন মাঠের বাইরে কাটাতে হয়? সৌরভ বলছেন, 'এটা তো প্রত্যেক খেলোয়াড়ের কেরিয়ারের অঙ্গ। আমিও অনেকবার চোটে ভুগেছি। তবে পন্থের মতো পরিস্থিতি হয়নি। এটা অনেক গুরুতর ব্যাপার। আশা করছি দ্রুত মাঠে ফিরবে ও।'
গাড়ি দুর্ঘটনায় পন্থের (Rishabh Pant) হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছিল। গুরুতর চোট ছিল গোড়ালি, পিঠ-সহ শরীরের একাধিক জায়গায়। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছিলেন, 'পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। ওঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।'
আরও পড়ুন: 'বিরতি নিয়েছিলাম, অনেক তরতাজা হয়ে মাঠে নেমেছিলাম এদিন', সেঞ্চুরির পর বললেন কোহলি