কলকাতা: শনিবাসরীয় সন্ধ্যায় সকলকে হতবাক করে বিরাট কোহলি (Virat Kohli) ঘোষণা করেছেন, তিনি আর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন না। খেলবেন সাধারণ ক্রিকেটার হিসাবে।


বিরাট-সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বক্রিকেটেও হইচই ফেলে দিয়েছে। সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। বিরাটের স্থলাভিষিক্ত হবেন কে? কার মাথায় উঠবে টেস্টে ভারতীয় দলের নেতৃত্বের মুকুট?


সকলে মোটামুটি ধরেই নিয়েছেন যে, বিরাটের পরিবর্তে টেস্ট দলেরও অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিত শর্মাকে (Rohit Sharma)। বিরাট কোহলি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার পর রোহিতকেই অধিনায়ক করা হয়েছিল। পরে বিরাটকে ওয়ান ডে নেতৃত্ব থেকে সরিয়েও রোহিতের হাতেই তুলে দেওয়া হয় দায়িত্ব। সকলেই ভাবছেন, টেস্ট দলেরও অধিনায়ক হিসাবে রোহিতের দায়িত্বপ্রাপ্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা।


ভাবছেন। এবং ভুল ভাবছেন। কারণ, টেস্ট দলের অধিনায়ক হওয়ার দৌড়ে ভালমতোই ঢুকে পড়েছেন কে এল রাহুল (KL Rahul)। বোর্ডের এক শীর্ষকর্তার দাবি, রোহিতের পরিবর্তে রাহুলকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে!


রবিবার বোর্ডের এক শীর্ষ পদাধিকারী এবিপি লাইভকে বললেন, 'নির্বাচকরা চাইছেন দুই আলাদা ফর্ম্যাটে দুজন অধিনায়ক রাখতে। সেক্ষেত্রে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত অধিনায়ক থাকবে। টেস্টে রাহুলকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে পুরোটাই আলোচনার স্তরে রয়েছে। কিছুই চূড়ান্ত নয়। আমাদের হাতে সময় রয়েছে। কারণ ভারত পরের টেস্ট সিরিজ খেলবে ফেব্রুয়ারি মাসের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই সিরিজের আগে টেস্ট দলের অধিনায়ক ঘোষণা করা হবে। আমরা তাড়াহুড়ো করতে চাইছি না।'


কিন্তু রোহিতের সঙ্গে নেতৃত্বের দৌড়ে আচমকা কীভাবে ঢুকে পড়লেন রাহুল? অনেকেই যা শুনে বিস্ময় প্রকাশ করে বলছেন যে, ভারতীয় ক্রিকেট কোনওদিনই দুই ফর্ম্যাটে দুই আলাদা অধিনায়কের পক্ষে ছিল না। বরং সব ফর্ম্যাটে একজনই অধিনায়ক পছন্দ করা হয়। কলকাতা নাইট রাইডার্সে খেলাকালীন ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জন বুকাননের সংঘাতের কারণই ছিল মাল্টিপল ক্যাপ্টেন্সি থিওরি। সেখানে কী করে দুই ফর্ম্যাটের দুজন অধিনায়ক বাছার পথে হাঁটে পারে বোর্ড?


কিন্তু পাল্টা বলা হচ্ছে যে, এখন সময় পাল্টেছে। বিশেষ করে করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে খেলোয়াড়দের ওপর এত প্রবল চাপ পড়ছে যে, কেউই টানা সব ধরনের ক্রিকেটে খেলতে পারছেন না। বোর্ডও রোটেশন পদ্ধতিতে সকলকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পক্ষপাতী। অধিনায়ক হিসাবেও তাই দুজনকে রাখতে চাইলে বোর্ডের অন্দরমহলে খুব বেশি বিরোধিতা নাও হতে পারে। পাশাপাশি বলা হচ্ছে, অতীতে অনিল কুম্বলেকে টেস্ট দলের অধিনায়ক করে মহেন্দ্র সিংহ ধোনিকে সীমিত ওভারের ক্রিকেটের ক্যাপ্টেন করা হয়েছে। কোহলিকে টেস্ট দলের ক্যাপ্টেন করে দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়ক রাখার উদাহরণও দেওয়া হচ্ছে কোনও কোনও মহল থেকে। সম্প্রতি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কোহলির অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল। তাঁর নেতৃত্ব দেওয়ার ধরন নিয়ে নির্বাচক ও বোর্ডকর্তারা খুশি।


 



পাশাপাশি বোর্ডের শীর্ষকর্তা বলছেন, টেস্ট দলের ক্যাপ্টেন নির্ধারণ করতে বসে বয়সও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রোহিত শর্মা এখন ৩৪। কে এল রাহুল ২৯। টেস্ট দলে দীর্ঘমেয়াদি অধিনায়কের কথা ভাবলে রাহুল তাই এগিয়ে থাকবেন।


ফেব্রুয়ারি শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে রোহিতকে অধিনায়ক করা হতে পারে। তবে রাহুলকে ক্যাপ্টেন ঘোষণা করা হলেও চমকে ওঠার কিছু থাকবে না।