নয়া দিল্লি : ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপি (BJP) বাদে অন্য দলকে সমর্থন করা হবে। সরকার গঠনে সেই অবিজেপি দলকে সমর্থন করবে আম আদমি পার্টি। জানিয়ে দিলেন আপের জাতীয় আহ্বায়ক (National Convener) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। যদিও তিনি আত্মবিশ্বাসী যে, এরকম পরিস্থিতি তৈরি হবে না। পুরনো রাজনৈতিক দলগুলিকে নিয়ে ক্লান্ত গোয়াবাসীর কাছে আপ আশার আলো নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।


কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না আপ। 


গোয়া বিধানসভা নির্বাচনকে "পাখির চোখ" করে আজ, রবিবার পানাজিতে ১৩ দফা লক্ষ্যমাত্রা স্থির করেন কেজরিওয়াল। বিনামূল্যে বিদ্যুৎ, ভাল শিক্ষা, চাকরির সমান সুযোগ, বেকারত্ব ভাতা, সহজাত ব্যাবসা- ইত্যাদির মাধ্য়মে সুশাসনের আশ্বাস দেন তিনি। 


তিনি বলেন, গোয়ায় ভোটের ফল ত্রিশঙ্কু হলে বিজেপি বাদে অন্য দলকে সমর্থন জানাবে আপ। যদিও আমরা জনাদেশকে সম্মান জানাই। এই পরিস্থিতি (ত্রিশঙ্কু) সৃষ্টি হবে না বলে আশা করি। 'মেক অর ব্রেক', এই রাজনীতি আপ বোঝে না। আমরা শুধু বুঝি, কীভাবে গোয়ার উন্নতি করা যাবে।  


আরও পড়ুন ; গোয়া বিজেপি-তে ধস, সস্ত্রীক কংগ্রেসে যোগ দিলেন লোবো


প্রসঙ্গত, গোয়া বিধানসভায় রয়েছে ৪০টি আসন। ২০১৭-র বিধানসভা নির্বাচনে এখানে ১৭টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস, বিজেপি জিতেছিল ১৩টিতে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল ১০টি আসন। কম আসন থাকা সত্ত্বেও গোয়ায় সরকার গঠনে সফল হয় গেরুয়া শিবির। সাহায্য নেয় আঞ্চলিক দলগুলির। 


এই মুহূর্তে গোয়ায় বিজেপির সঙ্গে ২৭ জন বিধায়ক রয়েছেন, কংগ্রেসের চার জন এবং গোয়া ফরওয়ার্ড পার্টির তিন জন। এছাড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন এবং এমজিপি-র একজন বিধায়ক রয়েছেন। নির্দল জনপ্রতিনিধি রয়েছেন তিনজন। এই পরিস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এক দফাতেই ভোট হবে ছোট এই রাজ্যে।


এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা (ABP News-CVoter Survey) অনুযায়ী, গোয়ায় এগিয়ে রয়েছে বিজেপি। উপকূলের এই রাজ্যে অধিকাংশ আসনই যাবে তাদের ঝুলিতে। ১৯ থেকে ২৩টি আসন পেতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস পেতে পারে ৪ থেকে ৮টি আসন। বিস্ময়করভাবে কংগ্রেসকে এগিয়ে যেতে পারে আম আদমি পার্টি (AAP)। কেজরিওয়ালের দল ৫ থেকে ৯টি আসন পেতে পারে। স্থানীয় দল এমজিপি-র (MGP) ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন।