সন্দীপ সরকার, কলকাতা: টেবিল টেনিসে (Table Tennis) নতুন নজির গড়লেন বাঙালি স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়া লিগে (Indonesia League) খেলছেন তিনি। বিশ্বের সেরা প্যাডলারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজেকেও ঘষামাজা করে চলেছেন প্রতিনিয়ত। বঙ্গকন্যার পাখির চোখ এশিয়ান গেমসের (Asian Games) যোগ্যতা অর্জন।
জাকার্তা থেকে ফোনে এবিপি লাইভকে স্বস্তিকা বলছিলেন, 'ইউরোপের সেরা প্যাডলাররা সকলেই নিজেদের দেশে টিটি লিগ খেলে। কিন্তু ভারতে কোনও লিগ নেই। তাই ইন্দোনেশিয়া লিগ খেলতে পেরে আমি ভীষণ উপকৃত।' যোগ করলেন, 'তার আগে বালিতে নার্কোটিক বোর্ড অফ ইন্দোনেশিয়া আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টেও ভাল খেলেছিলাম। ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে রুপো পেয়েছিলাম। তার আগে সেমিফাইনালে ক্যারেন লিনকে (Karen Lyne) হারিয়েছিলাম।'
চলতি বছরের গোড়া থেকেই ছন্দে রয়েছেন স্বস্তিকা। জানুয়ারিতে ডারবান বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল ফল করেছিলেন। এশিয়া থেকে যেখানে ২৮ জন প্যাডলারকে নির্বাচিত করা হয়, সেখানে প্রথম ২৪-এ জায়গা করে নিয়েছিলেন। এরপরই আন্তর্জাতিক পরিকাঠামোয় প্রস্তুতি নেওয়ার জন্য স্বস্তিকাকে এপ্রিলে এক মাসের জন্য জাপানে পাঠিয়েছিল TOPS।
স্বস্তিকার ব্যক্তিগত কোচ তাঁর বাবা সন্দীপ। যিনি এখন কলকাতায়। এবিপি লাইভকে (ABP Live) বলছিলেন, 'ইন্দোনেশিয়ায় ভাল পারফরম্যান্সের পর ওকে স্টেজ টু সুপার ডিভিশন লিগ খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে প্রথম ডিভিশনের ক্লাব মর্নিং হুইশলের হয়ে খেলছে স্বস্তিকা।'
জাকার্তা (Jakarta) থেকে ফিরেই চেক ওপেন খেলতে চেকোশ্লোভাকিয়ায় চলে যাবেন স্বস্তিকা। জুলাই মাসের শেষের দিকে। এরপর জার্মানিতে টেবিল টেনিসের বুন্দেশলিগায় খেলতে যাচ্ছেন স্বস্তিকা। যে টুর্নামেন্ট খেলে শরথ কমলের মতো তারকার উত্থান। সব মিলিয়ে এক ঝাঁক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন বঙ্গকন্যা।
স্বস্তিকার পাখির চোখ অবশ্য আসন্ন এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করা। ব়্যাঙ্কিংয়ে প্রথম ছয়ে থাকা খেলোয়াড়েরা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। তবে জাতীয় ব়্যাঙ্কিং টুর্নামেন্টে না খেলায় আপাতত ৯ নম্বরে রয়েছেন স্বস্তিকা। শীর্ষে মণিকা বাত্রা। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়রা, মহারাষ্ট্রের দিয়া চিতালেরা রয়েছেন প্রথম ছয়ে। স্বস্তিকা বলছেন, 'সামনে তিনটি ব়্যাঙ্কিং টুর্নামেন্ট রয়েছে। সেগুলিতে ভাল খেলতে হবে। আশা করছি তাহলেই প্রথম ছয়ের মধ্যে চলে আসতে পারব। এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে মুখিয়ে রয়েছি।'
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুযোগ বৈদ্যবাটির শ্যুটার মেহুলির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন