সন্দীপ সরকার, কলকাতা: সিনিয়র দলের পরবর্তী হেড কোচ কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে এর মধ্যেই বড়সড় এক পদক্ষেপ নিতে চলেছে বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)।


প্রাক মরসুম প্রস্তুতির অংশ হিসাবে নামিবিয়া যাওয়ার কথা শাহবাজ আমেদ (Shahbaz Ahmed), আকাশ দীপ (Akash Deep), ঈশান পোড়েলদের (Ishan Porel)। আফ্রিকা সফর দিয়েই এবারের প্রাক মরসুম প্রস্তুতি সারবে বাংলা ক্রিকেট দল।


বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরসুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিন বপোলিং কোচ। ফের প্রাক মরসুম প্রস্তুতির জন্য বিদেশ সফরের পথে বাংলা দল। কাকতালীয় হলেও, নামিবিয়া সফর এমন একটা পর্বে হতে চলেছে, যখন বাংলার সিনিয়র দলের পরবর্তী কোচ হিসাবে লক্ষ্মীরতন শুক্লর নাম ঘোরাফেরা করছে। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে নামিবিয়া। তার আগে বাংলার সঙ্গে খেলে নিজেদের দক্ষতা যাচাই করে নিতে চায় নামিবিয়া।


বুধবার বেশ রাত পর্যন্ত বৈঠক করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ বঙ্গ ক্রিকেটের শীর্ষকর্তারা। সেই বৈঠকেই নামিবিয়া সফরের খসড়া তৈরি হয়ে গিয়েছে। রাতে সিএবি থেকে বেরনোর সময় অভিষেক বললেন, 'নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের আগে কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী তারা। সেই কারণেই আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। বাংলা দল নামিবিয়া গিয়ে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।'


জানা গেল, সূচি এখনও চূড়ান্ত না হলেও, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই বাংলা দল নামিবিয়া উড়ে যেতে পারে।


পাশাপাশি বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নিয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, অগাস্ট মাসের শেষের দিকে অন্য কোনও রাজ্যে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হবে। সেই সময় ভরা বর্ষা থাকবে বলে বাংলায় ম্যাচ করা যাবে না।


বাংলার পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে সোমবার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের জন্য সিএবি বন্ধ থাকবে। তাই আরও কয়েকদিন সময় নিতে চাইছেন সিএবি কর্তারা। সূত্রের খবর, লক্ষ্মীরতন সিনিয়র দলের কোচ হলে ফের অনূর্ধ্ব ২৫ দলের কোচ হিসাবে ফেরানো হতে পারে সৌরাশিস লাহিড়ীকে। প্রাক্তন অফস্পিনার এখন বাংলা দলের কোচ। তবে ফের যুব দলের দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে।


আরও পড়ুন: মাঠে ফেরার অপেক্ষায় ফিট রাহুল-কুলদীপ, শনিবার উড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে