নয়াদিল্লি: 'আদিপুরুষ' (Adipurush) আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ। দর্শকেরা তো বটেই, ছবি নিয়ে আপত্তি জানিয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রীও প্রভাস, সাইফ আলি খান এবং কৃতি শ্যানন অভিনীত 'আদিপুরুষ' মুক্তির এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে এবং ছবিটি অনেক নেটিজেনদের কাছে একটি মিমের বিষয়ে পরিণত হয়েছে। ভারতীয় মহাকাব্য রামায়ণের ব্যাখ্যা, হলিউডের চলচ্চিত্র থেকে দৃশ্য তুলে নেওয়া এবং আইকনিক চরিত্রগুলির চিত্রণের জন্য নির্মাতাদের উপহাস করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন বীরেন্দ্র সহবাগ। প্রভাসের শেষ ব্লকবাস্টার 'বাহুবলী' নিয়ে কৌতুক করে আদিপুরুষকে নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন ক্রিকেটার সহবাগ। ট্যুইটারে প্রভাসের সিনেমা আদিপুরুষ নিয়ে নিজের মতামত শেয়ার করে মজা করে লিখেছেন, 'আদিপুরুষ দেখে জানতে পারলাম কাটাপ্পা কেন বাহুবলী কে হত্যা করে'।


 






সম্প্রতি ওম রাউতের (Om Raut) পরিচালিত ছবিকে তিনি 'হতাশাজনক রামায়ণ' (disrespecting Ramayana) বলছে উল্লেখ করেছেন। সম্প্রতি, ইউটিউব চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে মুকেশ বলেছেন, 'রামায়ণের জন্য 'আদিপুরুষ'-এর থেকে বড় অপমান আর কিছু হতে পারে না। ছবিটা দেখে মনে হচ্ছে, রামায়ণ সম্পর্কে পরিচালক ওম রাউতের কোনও জ্ঞানই নেই। আর আমাদের মধ্যে তো একজন বিশাল বড় বুদ্ধিজীবী রয়েছেনই, ছবির সংলাপ লেখক মনোজ মুন্তাশীর শুক্লা (Manoj Muntashir Shukla). উনি তো রামায়ণটাকে কলিযুগে এনে ফেলেছেন। ওঁর লেখা বোকা, অর্থহীন সংলাপ, ঘুম পেয়ে যাওয়ার মতো চিত্রনাট্য গোটা ছবিটাকে যেন একটা ঘুমের ওষুধ বানিয়ে দিয়েছে। এই ছবিটার সঙ্গে আর যাই হোক.. রামায়ণের কোনও সম্পর্ক নেই।'


এখানেই থামেননি পর্দার 'শক্তিমান'। তিনি আরও বলেন, 'এই ছবিতে মেঘনাদের যে লুক তৈরি করা হয়েছে, সেটা ভীষণ খারাপ একজন WWE যে যোগ দেওয়া কুস্তিগীরের মতো। আর তার গোটা গায়ে আবার ট্যাটু! সেই সঙ্গে মুখে সংলাপ, 'বেটা তেরি জ্বলি'! এই ধরণের সংলাপ কীভাবে রামায়ণের সঙ্গে খাপ খেতে পারে! এটা কী কোনও টাপৌরি চরিত্র! আর এখানে রাবণকে যেভাবে দেখানো হয়েছে, সেটা ভয়াবহ! রাবণ একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। যদি ছবিতে তাকে ভয়ঙ্কর দেখাতেই হয়, তবে এমন দৃশ্যায়ন হবে কেন! রামায়ণকে এমনভাবে বিকৃত করতে তো সাহসের প্রয়োজন!'