নয়াদিল্লি:অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে জিতে প্রথম আটে জায়গা নিশ্চিত করার পর ভারতীয় যুব দলের পক্ষে দুঃসংবাদ। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার ঈশান পোরেল।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং করার সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান বাংলার এই পেসার। এই চোটের কারণেই এদিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি।
পোরেলের চোটের জায়গায় স্ক্যান করে দেখা যায়, তাঁর আঘাত গুরুতর।এরফলে পুরো টুর্নামেন্টের দল থেকেই ছিটকে গেলেন তিনি।
পোড়েলের জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার আদিত্য ঠাকরেকে। ঠাকরে খুব শীঘ্রই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।
সম্প্রতি রঞ্জি ট্রফি ফাইনালে আদিত্য বিদর্ভের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন। দিল্লির বিদর্ভে দুটি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন তিনি।
ঈশান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪.১ ওভার বল করেন। ২৪ রান দেন। কোনও উইকেট পাননি। ঈশান ভারতের যুব দলে ৩ টি প্রথম শ্রেণীর ও ৩ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। ৩ প্রথম শ্রেণীর খেলায় ১৩ টি উইকেট দখল করেছেন তিনি। লিস্ট-এ খেলায় ২ টি উইকেট নিয়েছেন তিনি।
চোটের জন্য অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ঈশান পোরেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jan 2018 04:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -