কলকাতা: মঙ্গলবার তখন ঝড়-বৃষ্টি আছড়ে পড়েছে শহরে। বৃষ্টিভেজা যুবভারতী স্টেডিয়ামে ঝড় তুললেন ভারতীয় ফুটবলাররা। হংকংকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের দাপট দেখাল ভারতীয় দল (India vs Hong Kong)। ম্যাচের আগেই জানা হয়ে গিয়েছিল যে, এএফসি এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পেয়ে গিয়েছে ভারত। তারপরেও হংকংকে বিধ্বস্ত করে মাঠ ছাড়লেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)।
ম্যাচের মাত্র দুই মিনিটেই আনোয়ার আলি গোল করে ভারতকে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৮৪তম গোল। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের আগে সুনীল জানিয়েছিলেন, জয়ই তাঁর ও দলের একমাত্র লক্ষ্য। হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারত পরের বছরের এশিয়া কাপের খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিল। ভারতীয় কোচ ইগর স্টিমাচ তাঁকে বিশ্রামের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন সুনীল। আর মাঠে নেমেই আরও এক নজির গড়ে ফেললেন তিনি। ম্যাচের ৪৫ তম মিনিটে গোল করলেন সুনীল।
এই গোলের সুবাদে কিংবদন্তি হাঙ্গেরির ফরওয়ার্ড ফ্রাঙ্ক পুসকাসের আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় দলের অধিনায়ক। তাঁর সামনে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১১৭ গোল), আলি দাই (১০৯ গোল), মোক্তার দাহারি (৮৯ গোল) ও লিওনেল মেসি (৮৬ গোল)।
দুই গোলে এগিয়ে গিয়ে কিন্তু দ্বিতীয়ার্ধে থেমে থাকেনি ভারত। দ্বিতীয়ার্ধেও তারা আক্রমণ চালিয়ে যায়। পরিবর্ত হিসাবে মাঠে নামা দুই ফুটবলারই দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে দুই গোল করেন। প্রথমে মনবীর সিংহ ৮৫ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে দুরন্ত ব্যাকহিলে গোল করেন ইশান পণ্ডিতা। ৪-০ ম্যাচ জেতে ভারতীয় দল। ইগর স্টিমাচের অধীনে এটি ভারতের বৃহত্তম জয়। সেদিক থেকে ভারতীয় ফুটবলের এক নতুন দিগন্তের সাক্ষী রইল যুবভারতী স্টেডিয়াম।
আরও পড়ুন: ৩০ পেরিয়ে যাওয়ার পর অনবদ্য কীর্তির মালিক হলেন অ্যান্ডারসন