মেলবোর্ন: সুপার ১২-র প্রথম ম্যাচে ইংল্য়ান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল আফগানিস্তানকে। তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানদের ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। আফগানদের বৃষ্টি ভাগ্য বদলাল না। আজ, আয়ার্ল্যান্ডের (AFG vs IRE) বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল রশিদ খানদের।
পয়েন্ট ভাগ
তবে এই ম্যাচেও একটি বলও খেলা হল না। বৃষ্টির জেরে ভেস্তে গেল ম্যাচ। ফলে আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানকে এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল। আপাতত গ্রুপ ১-র শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের সংগ্রহে দুই পয়েন্ট। আয়ার্ল্যান্ড তিন পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ডের দখলেও তিন পয়েন্ট। তবে কিউয়িদের নেট রান রেট বেশি ভাল হওয়ায় তারা আপাতত গ্রুপ শীর্ষে। মেলবোর্নেই আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর এই ম্যাচ আয়োজন ঘিরেও উদ্বেগ রয়েছে।
বিশ্বকাপে (T20 World Cup) গত ম্যাচে আয়র্ল্যান্ডের বিরুদ্ধে ডাকওয়ার্থ লুইস নিয়মের জেরে পাঁচ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে । সেই হারের হতাশা ভুলে জয়ে ফিরতে মরিয়া জস বাটলারের দল। তাদের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন তথা ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া (AUS vs ENG)। অজিরা অবশ্য গত ম্যাচে মার্কাস স্টোইনিসের ঝোড়ো ইনিংসে জয় পেয়েছে। তাঁদের লক্ষ্য নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় চিন্তার কারণ দলের উইকেটকিপার ম্যাথু ওয়েডের করোনা। অস্ট্রেলিয়ার স্কোয়াডে আর কোনও ব্যাক আপ কিপারও নেই। তাই চা অবশ্য তিনি করোনাবিধি মেনেই সম্ভবত ম্যাচে খেলবেন।
বিশ্বকাপের নিয়ম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার করোনা পজিটিভ হলেও, তাঁর ম্যাচ খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তিনি মাঠে নামতেই পারেন। এই বিশ্বকাপে করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আয়ার্ল্যান্ডের হয়ে তাদের সুপার ১২-র প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন জর্জ ডকরেল। তবে তাঁর ক্ষেত্রে আইরিশ মেডিক্যাল দল বাড়তি কিছু সুরক্ষা অবলম্বন করেছিল বটে। ডকরলে বাকি আইরিশ দলের থেকে পৃথকভাবেই সফর করেন এবং তাঁর কথা বলা থেকে মেলামেশা, সবই নিয়ন্ত্রিত ছিল। জাম্পাও একই নিয়ম মেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতেই পারেন।
আরও পড়ুন: বাজপাখির মতো ঝাঁপিয়ে বাবরের অনবদ্য ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব