নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় মারা গেলেন আফগানিস্তানের তারকা ওপেনিং ব্যাটসম্যান নাজীব তারাকাই। ২৯ বছরের গত ২ অক্টোবর (শুক্রবার) দুর্ঘটনায় গুরুতর জখম হন। এরপর থেকেই কোমায় চলে যান তিনি। নাজীব মাথায় গভীর আঘাত পান।


দুর্ঘটনার দিন পূর্ব নানগারহরে একটি দোকান থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছিলেন নাজীব। সেই সময়ই একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ওপেনার আফগানিস্তানের হয়ে  একটি ওয়ানডে ও ১২ টি ২০ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স রয়েছে তাঁর। ২৪ ম্যাচে ২০৩০ রান করে নজর কাড়েন তিনি। এরমধ্যে ছয়টি সেঞ্চুরি ও ১০ হাফসেঞ্চুরি। গড় ৪৭-এর বেশি।

আফগানিস্তানের ক্রিকেট বোর্ড পথ দুর্ঘটনায় নাজীবের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, এসিবি ও ক্রিকেটপ্রেমী দেশ আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যান নাজীব তারাকাইকে হারিয়েছে। তিনি খুব ভালো মানুষও ছিলেন। এক মর্মান্তিক পথদুর্ঘটনা প্রাণ কাড়ল তাঁর।