নয়াদিল্লি: মাতৃহারা হলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের স্পিনার রাশিদ খান। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর মা। কিছুদিন আগে মায়ের সুস্থতা কামনা করে নিজের ট্যুইটারে প্রার্থনা করেছিলেন তিনি। দেশবাসীর কাছে পাশে থাকার আবেদনও করেছিলেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় রাশিদ লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার মা মারা গিয়েছেন এবং আমি আর তার দোয়া ও আশীর্বাদ পাবো না। তুমি আমার আশ্রয় ছিলে মা। বিশ্বাসই হচ্ছে না তুমি আর নেই। আমার পরিবার এবং আমি একটি কঠিন এবং অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমার মায়ের জন্য আপনারা প্রার্থনা করবেন। আল্লাহ যেন তাঁর আত্মাকে শান্তিতে রাখেন।'



শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির, আমেদ শাহজাদ, হর্ষ ভোগলেরা।

আফগানিস্তানের নঙ্গরহাটে ১৯৯৮ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই বিস্ময় স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বল হাতে দাপট দেখাচ্ছেন। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে ২৪৫টি উইকেট রয়েছে রাশিদের।