কুয়ালা লামপুর: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় চমক আফগানিস্তানের। ফাইনালে ফেভারিট পাকিস্তানকে ১৮৫ রানে হারিয়ে প্রথমবার এই প্রতিযোগিতা জিতল যুদ্ধবিধ্বস্ত দেশটি। আফগানিস্তানের ৭ উইকেটে ২৪৮ রানের জবাবে মাত্র ৬৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
ফাইনালে অপরাজিত শতরান করেন ইকরাম আলি (১০৭)। এর ফলেই লড়াই করার মতো রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। এরপর অফস্পিনার মুজিব জর্দান মাত্র ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন লেগস্পিনার কাইস আহমেদ। তিনি ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। পাকিস্তানের ৯ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি।
এই প্রতিযোগিতার গ্রুপ লিগের ম্যাচেও পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মুজিব। ফাইনালেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখালেন।
পাকিস্তানকে ১৮৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন আফগানিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2017 07:51 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -