নয়াদিল্লি: আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত রশিদ খানরা। তালিবান দেশের দখল নেওয়ার পর থেকে যা চলছে, তাতে বাকিদের মতো ক্রিকেটাররাও আতঙ্কিত। তাঁরাও অনিশ্চয়তায় ভুগছেন। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তিন ম্যাচের একদিনের সিরিজ স্থগিত করে দেওয়া হল।


সূত্রের খবর, সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনায় প্রাথমিকভাবে ঠিক হয়, আফগানিস্তানের বদলে এই সিরিজ হবে পাকিস্তানে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা। তবে এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তালিবানের হাতে দেশের দখল চলে যাওয়ার পর থেকেই ক্রিকেটাররা মানসিকভাবে সমস্যায় আছেন। দেশের শাসনভার বদলে যাওয়ায় ক্রিকেটাররা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। তাছাড়া কাবুল বিমানবন্দর থেকে সব উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


শুরুতে ঠিক হয়েছিল, ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। তবে পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনায় ঠিক হয়েছে, ২০২২-এ হবে এই সিরিজ।


সংবাদসংস্থা পিটিআই-কে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি জানিয়েছেন, ‘খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য সহ সার্বিক পরিস্থিতির কারণে আমরা সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’


এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকির খান জানিয়েছেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ঐতিহাসিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাল সম্পর্ক। বর্তমানে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কোনওভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা ২০২২ পর্যন্ত এই সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। ২০২২-এ আমরা এই সিরিজ আয়োজনের জন্য সবরকমভাবে চেষ্টা করব। কারণ, ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার জন্য দু’দলের কাছেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। তাই আমরা এই সিরিজ আয়োজনের চেষ্টা করব। বর্তমান পরিস্থিতিতে সম্ভব না হলেও, ২০২২-এ আশা করি সিরিজ আয়োজনে সমস্যা হবে না।’