নয়াদিল্লি: ভেঙে গেল বিরাট কোহলির আইসিসি অনুমোদিত কোনও টি-২০ টুর্নামেন্টে সবচেয়ে বেশি অর্ধ শতরানের রেকর্ড। গত বছর টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি করেন বিরাট। সেটাই ছিল কোনও ক্রিকেটারের সবচেয়ে বেশি ৫০-এর রেকর্ড। ডেজার্ট টি-২০ চ্যালেঞ্জে চার নম্বর অর্ধ শতরান করে বিরাটের কীর্তি ম্লান করে এগিয়ে গেলেন আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। তাঁর কৃতিত্ব আরও উজ্জ্বল হয়েছে এজন্য যে, একইদিনে হওয়া ফাইনালের পাশাপাশি সেমিফাইনালেও তিনি ওমানের বিরুদ্ধে ৮০ রান করেছেন।


ভয়াবহ সন্ত্রাসবাদ, গোষ্ঠীযুদ্ধে রক্তাক্ত আফনিস্তানের ক্রিকেট মহলে তাঁকে ঘিরে তুমুল কৌতূহল তৈরি হয়েছে সম্প্রতি। দেশে অশান্তির আঁচ এড়িয়ে আফগান ক্রিকেটাররা প্র্যাকটিস করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন গ্রেটার নয়ডার স্পোর্টস কমপ্লেক্সে। সেখান থেকেই তাঁরা যে বড় শক্তি হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন, তারই উদাহরণ শাহজাদ।