দেখুন সেই ঘটনা ভিডিওতে দেখুন, রেনশর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর শেষ হাসি হাসলেন ইশান্ত
Web Desk, ABP Ananda | 20 Mar 2017 01:07 PM (IST)
রাঁচি: আজ ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পঞ্চম দিন সকালে ইশান্ত শর্মার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ালেন ম্যাট রেনশ। তবে সেটা তাঁর পক্ষে শুভ হল না। সেই ওভারেই তাঁকে ফিরিয়ে দিলেন ইশান্ত। আজ সকাল থেকে ম্যাচ বাঁচানোর জন্য লড়াই করছিলেন স্টিভ স্মিথ ও রেনশ। ২৯ নম্বর ওভারে বল করতে যান ইশান্ত। সাইটস্ক্রিনে কোনও সমস্যা হওয়ায় একটি বল না খেলে শেষমুহূর্তে সরে যান রেনশ। ইশান্ত বিরক্ত হয়ে বলটি ছুঁড়ে দেন। বলটি রেনশর থেকে অনেক দূর দিয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও ইশান্তের সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন রেনশ। স্মিথও ছুটে এসে ইশান্তের সঙ্গে তর্ক জুড়ে দেন। আম্পায়াররা ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পরিস্থিতি শান্ত করতে বলেন। এই ঘটনার জেরে দু মিনিট বন্ধ থাকে খেলা। পরের বলটাই ছিল শর্টপিচ। সেটি রেনশর থাই প্যাডে লেগে লাফিয়ে উঠে হেলমেটের গ্রিলের ফাঁক দিয়ে থুতনিতে লাগে। এরপরের বলটা বাউন্সার দেন ইশান্ত। সেটি ঠিকমতো সামাল দিতে না পেরে চাপে পড়ে যান রেনশ। ওভারের চতুর্থ বলে রেনশকে ফিরিয়ে দেন ইশান্ত। এরপর তাঁর উল্লাস ছিল দেখার মতো।