গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে মর্যাদার লড়াইয়ে বাজিমাত সাইনা নেহওয়াল। কমনওয়েলথ গেমসের ব্যাডমিন্টনে র ফাইনালে পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জয় সাইনার।
সাইনা, না কি সিন্ধু? কী হবে ফাইনালে? আজ সবার নজর ছিল সেদিকেই। চোট সারিয়ে কোর্টে ফেরার পর ফাইনাল ম্যাচের প্রথম থেকেই ক্ষিপ্র লাগছিল সাইনাকে। তাঁর সার্ভিস, স্ম্যাশ দেখে মনে করিয়ে দেয় ৫ বছর আগের সাইনাকে। শেষপর্যন্ত পরপর দুটি গেমেই প্রতিদ্বন্দ্বী পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতে নেন তিনি।
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় তিন নম্বরে শেষ করছে ভারত। প্রথম অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। ভারতের ঝুলিতে ২৬টি স্বর্ণ পদক, ১৭টি রুপো ও ২০টি ব্রোঞ্জ।
কমনওয়েলথ গেমস: মহিলাদের ব্যাডমিন্টনে সোনা জিতলেন সাইনা নেহওয়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2018 08:17 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -