নয়াদিল্লি: টি ২০ ক্রিকেট মানেই ঠাসা বিনোদন। বর্তমানে সারা বিশ্বেই জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফর্ম্যাট। ব্যাটসম্যানদের দাপট, বড় বড় শট-দর্শকদের খুব ভালো লাগে। অনেক সময় ভালো ক্যাচও বিনোদনের রসদ এনে দেয়। দুরন্ত ক্যাচের তালিকায় এবার যুক্ত হল পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদের নাম। একটি ঘরোয়া টি ২০ ম্যাচে গত শনিবার নেওয়া তাঁর ক্যাচ ভারতের হার্দিকের কথা মনে করিয়ে দিয়েছে।






লাহোর ব্লুজ ও পেশোয়ারের বিরুদ্ধে ওই ম্যাচে শেহজাদ দারুন ব্যাটিংও করেছেন। ফিল্ডিংয়ের সময় ১৩ তম ওভারে সবার নজর কেড়ে নেন তিনি। আঘা সলমনের বল মিস টাইম করেন বিপক্ষের ব্যাটসম্যান মুসাদিক আহমেদ। লং অন অঞ্চলে অনেকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করেন শেহজাদ। একহাতে নেওয়া তাঁর ক্যাচটি অনেকটা হার্দিক পান্ড্যর নেওয়া ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে মার্টিন গুপ্তিলকে আউট করার ক্যাচের মতো।