নয়াদিল্লি: এদেশে ক্রিকেট ছাড়া অন্য খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি বৈমাত্রেয়সুলভ আচরণের অভিযোগ নতুন নয়। ফের তেমনই আচরণের শিকার হলেন দেশের প্রথমসারির টেবল টেনিস খেলোয়াড়রা। মৌমা দাস, মনিকা বাত্রা, অচিন্ত্য শরৎ কমলদের মতো খেলোয়াড়দের বিমানে উঠতে দিল না এয়ার ইন্ডিয়া। তাঁরা আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দিতে নয়াদিল্লি থেকে মেলবোর্নে যাচ্ছিলেন। কিন্তু বিমানে উঠতে না পেরে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরেই আটকে থাকতে হয়। এই ঘটনার কথা জানতে পেরে মৌমাদের সমস্যা মেটানোর উদ্যোগ নেন স্পোর্টস ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল নীলম কপূর। তিনি জানিয়েছেন, বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে।



মনিকা ট্যুইট করে জানান, ‘কমনওয়েলথ গেমসে পদকজয়ী আমি, শরৎ কমল, মৌমা দাস, মাধুরিকা, হরমিত, সুতীর্থা, সত্যন সহ ১৭ জন খেলোয়াড় ও কর্তার মেলবোর্নে উড়ে যাওয়ার কথা ছিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুর অস্ট্রেলিয়ান ওপেন। সেখানেই যোগ দিতে যাচ্ছিলাম আমরা। এয়ার ইন্ডিয়ার কাউন্টারে যাওয়ার পর আমরা জানতে পারি, ওই উড়ানে বেশি যাত্রী হয়ে গিয়েছে। টেবল টেনিস দলের ১০ জন বিমানে উঠতে পারবে। আমাদের মধ্যে সাতজন এখনও বিমানে উঠতে পারিনি।’ প্রধানমন্ত্রীর দফতর ও ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে বিষয়টি দেখার অনুরোধ জানান এই ক্রীড়াবিদ। এরপরেই সমস্যা মেটে।



সমালোচনার মুখে এয়ার ইন্ডিয়া ট্যুইট করে সাফাই দিয়েছে, ‘এয়ার ইন্ডিয়া বরাবরই খেলায় উৎসাহ দেয় এবং ক্রীড়াবিদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আছে। ভারতীয় টেবল টেনিস দলের খেলোয়াড়রা বিভিন্ন পিএনআর থেকে টিকিট বুক করেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন হয়তো দেরিতে চেক ইন করেন। টেবল টেনিস দলের যাত্রার বিষয়ে আগে এয়ার ইন্ডিয়াকে কিছু জানানো হয়নি। খেলোয়াড়দের হোটেলে রেখে পরের দিনের উড়ানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়।’