কলকাতা: চেন্নাইকে ২-১-এ হারিয়েও স্বপ্নভঙ্গ মোহনবাগানের। লাজংয়ের সঙ্গে ড্র করে ৩৭ পয়েন্ট নিয়ে আইলিগের লেস্টার সিটি আইজল। প্রথমবার লিগ জিতে ইতিহাস আইজলের। ৩৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে শেষ করল সবুজ-মেরুন।
ঘরের মাঠে চেন্নাই-বধ। তবু, স্বপ্ন অধরাই। ২০১৭-এর ৩০ এপ্রিলে আর ফিরল না ২০১৫-এর ৩১ মে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আর ফিরল না কান্তিরাভার সোনালি মুহূর্ত। চেন্নাই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়েও আইলিগ হাতছাড়া মোহনবাগানের। লাজংয়ের সঙ্গে ড্র করে ইতিহাস গড়ল আইজল এফসি। প্রথমবার আইলিগ জিতে ভারতের লেস্টার সিটি আইজল।
বাগান-চেন্নাই ম্যাচের ৩১ মিনিটের মাথায় নন্দকুমারের গোলে এগিয়ে যায় চেন্নাই। প্রথমার্ধের একেবারে শেষে সমতা ফেরান কাটসুমি। বলবন্তের পাস থেকে কাটসুমির গোল। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুনের জয় নিশ্চিত করেন ডাফি। কিন্তু, অপর ম্যাচে লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করে আইজল। ফলে, ৩৭ পয়েন্ট নিয়ে আইলিগ চ্যাম্পিয়ন আইজল। ৩৬ পয়েন্ট নিয়ে দু’নম্বরেই শেষ করল বাগান।
তীরে এসেও ডুবল তরী। লিগে ব্যর্থতার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিলেন বাগানের হেডস্যার। পাশাপাশি, তাঁর মুখে আইজলের প্রশংসা। তবে, জিতলেও ফেডারেশনের রেফারি-নিয়োগ নিয়ে ক্ষুব্ধ আইজল কর্তৃপক্ষ। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই আইজল-লাজং ম্যাচে উত্তর-পূর্ব বা বাংলার কোনও রেফারি না দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। তবু, ম্যাচে চার রেফারিই বাংলার হওয়ায় অসন্তোষ জানিয়েছে তারা।
পাহাড়ে আইজলের কাছে হারই ধাক্কাটা দিয়েছিল। তবুও, খাতায় কলমে সম্ভাবনাটা ছিলই। চেন্নাই ম্যাচ জিতলেও ভাগ্য সহায় হল না বাগানের। আইলিগের শেষরাত্রে মার আইজলেরই।