৯ মরসুম পর রাজস্থান রয়্যালস ছাড়ছেন রাহানে, যেতে পারেন দিল্লি ক্যাপিটালসে
Web Desk, ABP Ananda | 14 Nov 2019 02:19 PM (IST)
ক্রিকেটমহল সূত্রে খবর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা ছিলেন, তখনই রাহানের দলবদল নিয়ে আলোচনা শুরু হয়।
নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের মধ্যেই আইপিএল-এ বড় চমক। দীর্ঘ ৯ মরসুম পরে রাজস্থান রয়্যালস ছাড়ছেন অজিঙ্কা রাহানে। তিনি আগামী মরসুমে খেলতে পারেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আজই বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। ক্রিকেটমহল সূত্রে খবর, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা ছিলেন, তখনই রাহানের দলবদল নিয়ে আলোচনা শুরু হয়। তাঁর দর চার কোটি টাকা। তাঁর বদলে দিল্লি থেকে রাজস্থানে যাবেন দু’জন ক্রিকেটার। দিল্লির হয়ে খেললে শিখর ধবন, পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হনুমা বিহারীর সতীর্থ হবেন রাহানে। শোনা যাচ্ছে, গত মরসুমে স্টিভ স্মিথ রাজস্থানের অধিনায়ক নির্বাচিত হওয়ায় অসন্তুষ্ট হন রাহানে। এরপরেই তিনি দল ছাড়ছেন।