পুণে: কাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিরিজে ১-০ এগিয়ে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে বিরাট কোহলির দল। তবে ম্যাচ শুরু হওয়ার আগের দিন দু’দলের কোনও ক্রিকেটার না, আলোচনা হচ্ছে পিচ নিয়ে। পুণের ২২ গজ কেমন আচরণ করবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কেউই কিছু বলতে পারছেন না। কিউরেটর পাণ্ডুরঙ্গ সালগাঁওকরও চিন্তায়।

এর আগে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের পিচ তীব্র সমালোচিত হয়। আইসিসি-ও এই পিচকে নিম্নমানের বলেছিল। সালগাওকরের বিরুদ্ধে শুধু খারাপ পিচ তৈরিই নয়, ‘পিচ গড়াপেটা’ করারও অভিযোগ ওঠে। তাঁকে ৬ মাস সাসপেন্ড করে আইসিসি। এই মাঠেই ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ ৩৩৩ রানে হেরে যায় ভারত। ফলে ভারতীয় ক্রিকেটাররাও মাঠে নামার আগে পিচ নিয়ে কিছুটা আশঙ্কায়।

যদিও ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, ‘আমরা কোনওদিনই উইকেট নিয়ে কিছু বলি না। বিশ্বের এক নম্বর দল হতে গেলে যে কোনও উইকেটেই খেলতে হয়। আমরা যখন বিদেশ সফরে যাই, তখনও উইকেট দেখি না।’ তবে মুখে এ কথা বললেও, প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে অরুণও পুণের পিচ খুঁটিয়ে দেখেছেন।

পিচের বিষয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি বলেছেন, ‘আমি ভারতের পরিবেশের সঙ্গে পরিচিত। পিচ একটু বেশি লাল। ফলে আমার মনে হচ্ছে, প্রথম টেস্টের তুলনায় বল একটু বেশি ঘুরবে।’